প্রথম পাতা

ভারত থেকে আসছে অক্সিজেন এক্সপ্রেস

কূটনৈতিক রিপোর্টার

২৫ জুলাই ২০২১, রবিবার, ৯:৩৮ অপরাহ্ন

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে বাংলাদেশে জীবন রক্ষাকারী অক্সিজেন পাঠাচ্ছে ভারত। ভারতীয় রেলওয়ের বিশেষ ‘অক্সিজেন এক্সপ্রেস’ দেশের অভ্যন্তরীণ সরবরাহ চাহিদা মেটানোর পাশাপাশি ঘনিষ্ঠ প্রতিবেশী বাংলাদেশে অক্সিজেন সরবরাহ করছে। দিল্লির প্রেস ইনফরমেশন ব্যুরোর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতি মতে, প্রথমবারের মতো ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস বাংলাদেশে ১০টি কন্টেইনারে ২০০ এমটি তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) পরিবহন করবে। অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে ভারতীয় রেলপথ অক্সিজেন সরবরাহ অব্যাহত রেখেছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, সব প্রস্তুতি সম্পন্ন। ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাচ্ছে। ২০২১ সালের ২৪শে এপ্রিল ভারতে এই বিশেষ ট্রেন পরিষেবা শুরুর পর থেকে এই প্রথম প্রতিবেশী দেশটিতে অক্সিজেন এক্সপ্রেস চালু হলো। এ পর্যন্ত ভারতের অভ্যন্তরে এই ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস পরিষেবা দিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৪শে জুলাই টাটা দক্ষিণ-পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোলে ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের চাহিদা জানায়। সেই চাহিদা বিবেচনায় সকাল ৯টা ২৫ মিনিটে ১০টি কনটেইনারে ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন লোডিং সম্পন্ন হয়। এই অক্সিজেন বাংলাদেশে পৌঁছানো হবে এবং দেশের চলমান কোভিড তরঙ্গ মোকাবিলায় আমাদের অংশীদারদের সমর্থন করার জন্য দেশের হাসপাতালগুলোতে সরবরাহ করা হবে। এই চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয় মজুত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বলে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে এও বলা হয়- ভারত তার মহামারি পরিস্থিতি উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের মধ্যে নিকটতম অংশীদারদের সঙ্গে চিকিৎসা সরবরাহ ভাগ করে নেয়ায় প্রতিশ্রুতিবদ্ধ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status