শেষের পাতা

সড়কে কড়াকড়ি

স্টাফ রিপোর্টার

২৫ জুলাই ২০২১, রবিবার, ৯:৩৪ অপরাহ্ন

সকাল ১০টা। হাতে ব্যাগ, কোলে শিশু সন্তান নিয়ে শ’ শ’ মানুষ আমিনবাজার ব্রিজ হয়ে ঢাকায় ঢুকছে। যেসব মানুষ ওই পথ দিয়ে ঢাকায় ঢুকছে তারা গ্রামের বাড়িতে ঈদ করতে গিয়েছিলো। গত শুক্রবার ফিরতে না পারার কারণে তারা গতকাল ফিরেছে। তবে অধিকাংশই ঢাকার আশপাশের জেলার। ব্রিজ পার হওয়ার পরেই তারা পড়ছে বেকায়দায়। কারণ কোনো গণপরিবহন না থাকায় অনেকেই হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন। অনেকেই নিরুপায় হয়ে বাড়তি ভাড়া দিয়ে রিকশায় করে গন্তব্যে গেছেন। আমিনবাজার ব্রিজের ওপারে আটকা পড়েছিল শত শত যানবাহন। বিধিনিষেধে সরকারের অনুমতি ব্যতীত যেসব যানবাহন চলাচলে নিষেধ আছে সেগুলোকে উল্টো দিকে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
বিধিনিষেধের দ্বিতীয় দিনে পুরো ঢাকায় ছিল পুলিশের কড়া নজরদারি। সড়কের মোড়ে মোড়ে ছিল চেকপোস্ট। পুলিশ ব্যারিকেড বসিয়ে চেক পোস্টগুলোতে ডিউটি করতে দেখা গেছে। যারাই বিনা কারণে গাড়ি নিয়ে বাইরে বের হয়েছেন তারাই পড়েছেন পুলিশের জেরায়। এছাড়াও র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যদের ঢাকার বিভিন্নস্থানে টহল দিতে দেখা গেছে। ছিল ভ্রাম্যমাণ আদালতের নজরদারি। ঈদ-পরবর্তী লকডাউনের দ্বিতীয় দিন সকালে ছিল হালকা বৃষ্টি। এর মধ্যে গতকাল ছিল সরকারি ছুটির দিন। স্বাভাবিক কারণেই সকাল থেকে যানবাহন ও মানুষের চলাচল কম রাজধানীর সড়কগুলোতে।
যানবাহন বলতে ছিল রিকশা ও প্রাইভেট কার। ঢাকার বড় ৩ টার্মিনাল মহাখালী, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এছাড়াও বাইরে থেকে আসা কোনো যানবাহনকে ঢাকায় ঢুকতে দেয়া হয়নি। ঢাকার প্রবেশপথগুলোতে কঠোর নজরদারি বসায় পুলিশ। তবে ঢাকার বিভিন্ন অলি-গলিতে মানুষের জটলা এবং কারণ ছাড়াই আড্ডা দিতে ও অলস সময় কাটাতে দেখা গেছে।
এদিকে, গতকাল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, বিধি লঙ্ঘন করে বাসার বাইরে আসায় ৩৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভ্রামমাণ আদালত ৩৩৭ জনকে  ৯৫ হাজার ২৩০ টাকা জরিমানা করেছে। আর সড়ক পরিবহন আইন অনুসারে বিনা কারণে গাড়ি নিয়ে সড়কে বের হওয়ার কারণে ৪৪১টি গাড়িকে ১০ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status