শেষের পাতা

জাপানের ২ লাখ ৪৫ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায়

কূটনৈতিক রিপোর্টার

২৫ জুলাই ২০২১, রবিবার, ৯:৩১ অপরাহ্ন

কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। গতকাল শনিবার বেলা ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জাপান সরকারের ওই উপহার গ্রহণ করেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মোট দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা নিয়ে ক্যাথে প্যাসিফিকের বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিকালে। তা আনলোড হওয়ার পর বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো এই টিকা পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম, ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সভাপতি ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। হস্তান্তরকালে জাপানের রাষ্ট্রদূত বলেন, জাপান প্রতিশ্রুত ২৯ লাখ টিকার বাকিটা আগামী ১ মাসের মধ্যে বাংলাদেশে পৌঁছাবে। উল্লেখ্য, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ১৫টি দেশের জন্য অ্যাস্ট্রাজেনেকার এক কোটি ১০ লাখ ডোজ টিকা কোভ্যাক্সের আওতায় দেয়ার ঘোষণা দিয়েছেন। জাপানের উপহার প্রদানের তালিকায় অগ্রাধিকার পাচ্ছে বাংলাদেশ। তালিকা অনুযায়ী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ টিকা পাওয়ার কথা রয়েছে। গত ৭ই ফেব্রুয়ারি দেশব্যাপী করোনা প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু হয়। শুরুতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ভারতের সেরাম ইনস্টিটিউট পরিবেশিত কোভিশিল্ড দিয়ে এই গণটিকা কর্মসূচি শুরু হলেও ভারত সরকারের নিষেধাজ্ঞায় দেশ টিকা সংকটে পড়ে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চারমাস ধরে অ্যাস্ট্রাজেনেকার ভারতীয় ভার্সন কোভিশিল্ডের প্রথম ডোজ গ্রহণকারী ৫৮ লাখ ২০ হাজার ৩০ জনের মধ্যে সাড়ে ১৪ লাখের বেশি মানুষ দ্বিতীয় ডোজ গ্রহণের অপেক্ষায় রয়েছেন। জাপান সরকার প্রদেয় উপহারের অ্যাস্ট্রাজেনেকার মাধ্যমে দ্বিতীয় ডোজের ওই সংকট কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করছে স্বাস্থ্য অধিদপ্তর। স্মরণ করা যায়, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এর আগে জানিয়েছিলেন, টিকা সংকটের বিষয়টি তুলে ধরে গত টিকা সরবরাহ বিষয়ক বৈশ্বিক জোট কোভ্যাক্সকে দফায় দফায় অনুরোধপত্র পাঠিয়েছে বাংলাদেশ। সে হিসেবে পর্যায়ক্রমে প্রায় সাত কোটি টিকা সরবরাহের প্রতিশ্রুতি দেয় কোভ্যাক্স। কোভ্যাক্স সুবিধার আওতায় জুলাই মাসে মডার্নার ৫৫ লাখ ডোজ আর ফাইজার বায়োএনটেকের এক লাখ ৬২০ ডোজ টিকা যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে পেয়েছে বাংলাদেশ।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status