দেশ বিদেশ

যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসকদের ২৫০টি ভেন্টিলেটর উপহার

কূটনৈতিক রিপোর্টার

২৫ জুলাই ২০২১, রবিবার, ৮:৫৯ অপরাহ্ন

করোনা রোগীদের চিকিৎসা সহায়তা সংক্রান্ত প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ২৫০টি পোর্টেবল ভেন্টিলেটর মেশিন উপহার পাঠিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী একদল চিকিৎসক। শনিবার সন্ধ্যায় উপহারগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ প্রধানমন্ত্রীর পক্ষে ওই উপহার গ্রহণ করেন। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. জিয়া আহমেদ সাজেদ, ডা. মাসুদুল হাসান, ডা. চৌধুরী হাফিজ হাসান, ডা. মাহমুদুল শামস বাপ্পি ও কানাডা প্রবাসী ডা. আরিফুর রহমান মোবাইল ভেন্টিলেটরগুলো সংগ্রহে মুখ্য ভূমিকা রেখেছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নয়াদিল্লি থেকে উপহারের মোবাইল ভেন্টিলেটরগুলো দেশে পাঠানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা নিরলস প্রচেষ্টা চালিয়েছেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, প্রধানমন্ত্রীর এপিএস-১, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করেছেন। এ বিষয়ে ডা. এবিএম আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, প্রবাসী চিকিৎসকরা অনেক কষ্ট করে ভেন্টিলেটরগুলো সংগ্রহ করেছেন। এই কাজে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হাইকমিশন অনেক সাহায্য করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status