বাংলারজমিন

গাজীপুরে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য স্বামী আটক

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

২৫ জুলাই ২০২১, রবিবার, ৮:৫৮ অপরাহ্ন

গাজীপুরে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। স্ত্রীর পিতার বাড়ির লোকজনের দাবি, যৌতুকের জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়। আর স্বামীর পরিবারের লোকজনের দাবি, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় নিহতের মা আনোয়ারা বেগম বাদী হয়ে জিএমপি’র সদর থানায় মামলা করলে পুলিশ স্বামীকে আটক করে। নিহত রহিমা আক্তার ময়মনসিংহের ঈশ্বগঞ্জ থানার লক্ষ্মীপুর এলাকার আবুল কাসেমের মেয়ে। আটক স্বামী সেলিম হোসেন গাজীপুর মহানগরের লক্ষ্মীপুরা এলাকার বাসিন্দা। সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, দুই বছর আগে এ দম্পতির বিয়ে হয়। স্বামী সেলিম হোসেন স্থানীয় স্প্যারো এপারেলস পোশাক কারখানায় চাকরি করেন। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে কলহ হলে প্রতিবেশীরা তা আপস করেন। রহিমা আক্তারের স্বজনদের দাবি, তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর জন্য ঘরের ভেতর ঝুলিয়ে রাখে। অন্যদিকে, তার স্বামীর দাবি আত্মহত্যা করেছে। ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে শুক্রবার সকালে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রহিমাকে মৃত ঘোষণা করেন। একপর্যায়ে হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে রেখে স্বামী সেলিম পালিয়ে যান। পরে তার মরদেহ পাঠানো হয় হাসপাতাল মর্গে। মেয়েকে হত্যা করা হয়েছে দাবি করে নিহতের মা আনোয়ারা বেগম বাদী হয়ে সদর থানায় মামলা করলে পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে আরও অধিকতর তদন্ত ও মরদেহের ময়নাতদন্ত পরেই মৃত্যুর কারণ জানা যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status