বাংলারজমিন

কফি হাউজকে ১ লাখ টাকা জরিমানা

যমুনা নদীতে ৫ হাজার লোকের সমাগম

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

২৫ জুলাই ২০২১, রবিবার, ৮:৫৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরের কৈজুরী ইউনিয়নের যমুনার বাঁধে অবস্থিত কফি হাউজ নামে একটি প্রতিষ্ঠানকে সরকারি বিধিনিষেধ অমান্য করে মেলা চালিয়ে হাজার হাজার মানুষের  জনসমাগম ঘটানোয় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় কৈজুরী ইউনিয়নের যমুনার বাঁধে কফি হাউজ নামের ওই প্রতিষ্ঠান যমুনার নদীর মধ্যে মেলা বসিয়ে প্রায় ৫ হাজার লোকের জনসমাগম ঘটায়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন ১ লাখ টাকা জরিমানা আদায় করে তাকে সতর্ক করে দেন। অন্যদিকে গতকাল শনিবার শাহজাদপুরে দ্বিতীয় দিনের মতো কঠোর লকডাউন পালিত হয়। এ সময় ১১ জনের বিরুদ্ধে অর্থদণ্ড ও মামলা দায়ের করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status