বাংলারজমিন

সৈয়দপুরে ওসিকে পিটিয়ে ব্যবসায়ীর দুই পুত্র জেলে

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

২৫ জুলাই ২০২১, রবিবার, ৮:২৩ অপরাহ্ন

নীলফামারীর সৈয়দপুরে থানার ওসিকে পেটানোর ঘটনায় ব্যবসায়ীর দুই পুত্রকে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। আটক দুই ভাই হলেন- আতিফ (২৪) ও আতিক (২৬)। তারা শহরের ধনাঢ্য ব্যবসায়ী বিউটি সাইকেল স্টোরের মালিক আলতাফ হোসেনের ছেলে। এ ব্যাপারে শনিবার থানায় মামলা করেছেন দারোগা রেজাউল করিম। মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, লকডাউনের প্রথম দিন শুক্রবার রাত প্রায় সাড়ে ৮টার দিকে প্রাইভেটকার চালাচ্ছিলেন ওই দুই ভাই। এ অবস্থায় বিমানবন্দর সড়ক থেকে পুলিশ তাদের আটক করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেখানেই তাদের জরিমানা করা হয়। কিন্তু জরিমানার টাকা পরিশোধ না করে পালাতে চেষ্টা করে। পরে প্রায় দুই কিলোমিটার ধাওয়া করে ওসি (তদন্ত) আতাউর রহমান তাদের আটক করে নেসকো অফিসের সামনে। এ সময় তারা ফিল্মি কায়দায় পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। আহত করে ওসি আতাউর রহমানকে। এমন খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পৌঁছে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর তাদের থানা থেকে ছাড়াতে শুরু হয় প্রভাবশালী সরকারি দলের নেতাদের তদবির। কিন্তু মিডিয়াকর্মীদের চাপে কোনো তদবির কাজে আসেনি। অবশেষে মধ্যরাত পেরিয়ে প্রায় ২টায় থানায় মামলা হয়। অভিযোগ রয়েছে বখাটে ওই দুই যুবক বাবার অবৈধ টাকা আর যুবলীগের এক নেতার মদতে সব ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত। জানতে চাইলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (জেনারেল) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম জানান, জরিমানার টাকা না দিয়ে তারা পালাতে চেষ্টা করে। এ সময় আমার সঙ্গে থাকা পুলিশ ধাওয়া দিয়ে আটক করে তাদের। এ ব্যাপারে নিয়মিত মামলা হয়েছে। তাদের পাঠানো হয়েছে জেলহাজতে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status