খেলা

রোমান-দিয়ার যে হারে লজ্জা নেই

স্পোর্টস রিপোর্টার

২৫ জুলাই ২০২১, রবিবার, ৮:০৬ অপরাহ্ন

অলিম্পিক আরচারির রিকার্ভের মিশ্র ইভেন্টের চূড়ান্ত পর্বে উঠেছিলেন রোমান সানা-দিয়া সিদ্দিকী। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের তিরন্দাজ জুটির প্রতিপক্ষ ছিল (১৩৬৮ পয়েন্ট) বাছাইয়ে প্রথম হওয়া দক্ষিণ কোরিয়া। কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে গতকাল অনুমিতভাবেই দক্ষিণ কোরিয়ার কিম জে দিওক ও আন সান জুটির কাছে হেরে অলিম্পিকের এই ইভেন্ট থেকে ছিটকে পড়েছে রোমান-দিয়ার বাংলাদেশ। শেষ পর্যন্ত রোমান-দিয়াকে বিদায় করা সেই জুটির হাতেই উঠেছে আরচারির রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের স্বর্ণ। গতকাল দুপুরে শেষ হওয়া স্বর্ণের লড়াইয়ে দক্ষিণ কোরিয়া ৫-৩ সেট পয়েন্টে নেদারল্যান্ডসকে হারিয়ে টোকিও অলিম্পিকে নিজেদের প্রথম স্বর্ণপদক ঝুলিতে ভরেছে।
ব্রাজিল, অস্ট্রেলিয়া, কানাডা, স্পেন, পোল্যান্ড, মালয়েশিয়াকে পেছনে ফেলে ১৬ দেশের মধ্যে রোমান-দিয়া যে জায়গা করে নিয়েছিল সেটাই তো বাংলাদেশের আরচারদের পারফরম্যান্সের উন্নতির প্রমাণ। প্রমাণ পাওয়া গেছে খেলাতেও। প্রথম রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে দক্ষিণ কোরিয়ার আরচারদের পাওয়া দুর্ভাগ্যজনক মনে হলেও যাঁরা খেলা দেখেছেন, তাঁদের চোখে তা একবারও মনে হয়নি। অন্তত রোমান দিয়ার মনোভাব দেখেতো নয়ই। দক্ষিণ কোরিয়া এমনিতেই আরচারির সবচেয়ে শক্তিশালী দেশ। আর এই কঠিন প্রতিপক্ষের সঙ্গে বাংলাদেশের দুই তিরন্দাজ লড়েছেন দারুণভাবে। এক নম্বর র‌্যাঙ্কিংয়ে থাকা দলের বিপক্ষে লড়েছেন বীরের মতো এবং হারলেও মাথা উঁচু রেখে মাঠ ছেড়েছেন তারা, ঠিক এমন মন্তব্যই করেছেন টেলিভিশনের এক ধারাভাষ্যকার। ইউমেনোস হিমাপার্ক আরচারি মাঠে প্রথম সেটে কোরিয়া স্কোর করে ৩৮ অন্যদিকে বাংলাদেশ করে ৩০। দ্বিতীয় সেটে কোরিয়া এগিয়ে থাকে ৩৫-৩৩ স্কোরে। তৃতীয় সেটে ভালোই ফাইট দিয়েছিল রোমানরা। কোরিয়ার ৩৯-এর বিপরীতে বাংলাদেশ করেছিল ৩৮। প্রথম সেটের প্রথম তীরটা বাংলাদেশের স্কোরবোর্ডে এনে দেয় ৮ পয়েন্ট। পরের তীরটা এনে দিতে পারলো মাত্র পাঁচ। এখানেই পিছিয়ে পড়ে টিম বাংলাদেশ। আর খেলায় ফিরতে পারেনি তারা। পরের দুই তীরে যথাক্রমে ৯ আর ৮ আসে। জবাবে চার তীরে দক্ষিণ কোরিয়ার দুই আরচার আন সান ও কিম জে দিওক তোলেন ৩৮। তাতে শুনরি সেটের দুই পয়েন্ট যায় দক্ষিণ কোরিয়ার ঝুলিতে। পরের সেটেও গণ্ডগোল বাধায় দ্বিতীয় তীরটাই। সেই তীর থেকে এলো ছয়, ফলে বাকি তিন তীর থেকে ২৭ তুলে নিলেও মোট স্কোরটা দাঁড়ায় মাত্র ৩৩। দক্ষিণ কোরিয়াও এই সেটেই যেন ছিল একটু নড়বড়ে।
চার তির থেকে যথাক্রমে ৯, ৯, ৮ আর ৯ তুলেছিল। তবে তাই জয়ের জন্য যথেষ্ট ছিল কোরিয়ানদের জন্য, ৩৫ পয়েন্ট তুলে দ্বিতীয় সেটের দুই পয়েন্টও জিতে নেয় দলটি। তবে শেষ সেটে দুর্দান্ত লড়ে বাংলাদেশ। চার তীরে তুলে যথাক্রমে ৯, ১০, ৯ ও ১০; তাতে মোট স্কোরটা গিয়ে দাঁড়িয়েছিল ৩৯-এ। তবে দক্ষিণ কোরিয়াও লড়াইয়ে বিন্দুমাত্র ছাড় দেয়নি। তিনটি ১০ সহ চার তীর থেকে সংগ্রহ করে ৩৯ পয়েন্ট। ফলে ৬-০ সেট পয়েন্টে জয় নিয়ে দক্ষিণ কোরিয়া চলে যায় কোয়ার্টার ফাইনালে। আর মিশ্র রিকার্ভ থেকে বিদায়ঘণ্টা বাজে বাংলাদেশের। কোয়ার্টার ফাইনালে কোরিয়া লড়বে ভারতের বিপক্ষে। রোমান সানা ও দিয়া সিদ্দিকীর বাকি এখন রিকার্ভ একক ইভেন্ট। মঙ্গলবার একক ইভেন্টে নিশানাভেদে নামবেন দেশের অন্যতম সেরা এই দুই আরচার। যেখানে ছেলেদের এককে রোমানের প্রতিপক্ষ বৃটেনের টম হল। বৃহস্পতিবার মেয়েদের এককে দিয়ার প্রতিপক্ষ বেলারুশের আরচার কারিনা দিওমিনসকায়া।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status