খেলা

১ রান করলেই ধোনির আরও কাছে পৌঁছবেন রিয়াদ

স্পোর্টস ডেস্ক

২৫ জুলাই ২০২১, রবিবার, ৮:০৪ অপরাহ্ন

ক্রিকেট মাঠে ‘ডাক’ মারতে চান না কোনো ব্যাটসম্যানই। তবে বিশ্বের বাঘা ব্যাটসম্যানদের সকলের পাশেই শোভা পায় এটা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ৬৪ ইনিংসে ‘ডাক’ মুক্ত রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের ক্যাপ মাথায় ২০১২’র ডিসেম্বরে টি-টোয়েন্টি অভিষেক রিয়াদের। এ পর্যন্ত ৯১ ম্যাচে ব্যাট হাতে ৮৩ ইনিংস খেলেছেন তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারের দশম ম্যাচে এসে প্রথমবার শূন্য রানে আউট হন রিয়াদ। ওটা ছিল ২০১০ বিশ্বকাপে সেন্ট লুসিয়ায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচে। এর ৮ ইনিংস পর আবারো ‘ডাক’ মারেন মাহমুদুল্লাহ। এটাও বিশ্বকাপে, আর প্রতিপক্ষ সেই পাকিস্তান। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচে রিয়াদ আউট হন রানের খাতা খোলার আগেই।  এরপর টানা ৬৪ ইনিংসে কোনো ‘ডাক’ মারেননি বাংলাদেশের ‘ফিনিশার’ খ্যাত এই ব্যাটসম্যান। আজ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ১ রান করলেই অনন্য রেকর্ডের এক তালিকায় পাকিস্তানের শোয়েব মালিক ও ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলসকে স্পর্শ করবেন মাহমুদুল্লাহ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ৬৫ ইনিংসে শূন্য রানে আউট না হওয়ার রেকর্ড তাদের। এমন শীর্ষ রেকর্ডটির মালিক মহেন্দ্র সিং ধোনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ৮৪ ইনিংসে ডাক মারতে দেখা যায়নি ভারতের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে। ভারতের ব্যাট হাতে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টিতেই ডাক মারেন ধোনি, ২০০৬’র ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে। এরপর ভারতের বিদায়ী এই ব্যাটসম্যানকে টানা ৮৪ ইনিংসে শূন্য রানে উইকেট খোয়াতে দেখা যায়নি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ডেভিড মিলার। আর দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কখনোই ডাক মারেননি। ৮৮ ম্যাচের ৭৮ ইনিংসে প্রতিবারই রান পেয়েছেন মিলার। মাহমুদুল্লাহর মতোই সামনে তারও সুযোগ রয়েছে রেকর্ড এগিয়ে নেয়ার।  টানা ৬৫ ম্যাচে ‘ডাক’ মুক্ত শোয়েবেরও সামনেও রয়েছে রেকর্ড এগিয়ে নেয়ার সুযোগ। ক্যারিয়ারের শেষ ৬৫ ইনিংসের প্রত্যেকটিতে রান করলেও ২০১৮তে লডার হিলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে মারলন স্যামুয়েলসকে আর টি-টোয়েন্টি খেলতে দেখা যায়নি।
টানা সর্বাধিক ইনিংসে ‘ডাক’ মুক্ত
ব্যাটসম্যান     ইনিংস               সময়
এমএস ধোনি (ভারত)     ৮৪*    সেপ্টে. ’০৭ থেকে ফেব্রু. ’১৯
ডেভিড মিলার (দ. আফ্রিকা)    ৭৮*     মে ’১০ থেকে জুলাই ’২১
মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)    ৬৯     অক্টো. ’১১ থেকে ডিসে. ’২০
মারলন স্যামুয়েলস (উইন্ডিজ)    ৬৫*     জুন ’০৭ থেকে আগস্ট ’১৮
শোয়েব মালিক (পাকিস্তান)    ৬৫*     সেপ্টে. ’১২ থেকে আগস্ট ’২০
মাহমুদুল্লাহ রিয়াদ (বাংলাদেশ)    ৬৪*    ডিসে. ’১২ থেকে জুলাই ’২১
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status