খেলা

আসাকা শুটিং রেঞ্জে আজ দাঁড়াবেন বাকী

স্পোর্টস রিপোর্টার

২৫ জুলাই ২০২১, রবিবার, ৮:০৪ অপরাহ্ন

দেশের শুটিংয়ে অন্যতম ভরসার নাম আবদুল্লা হেল বাকী। ১০ মিটার এয়ার রাইফেলে আজ অলিম্পিক পরীক্ষা শুরু হচ্ছে তার। আসাকা শুটিং রেঞ্জে দুপুর ১টায় রাইফেল হাতে লড়বেন কমনওয়েলথ গেমসে জোড়া রৌপ্য জয়ী এই শুটার। কমনওয়েলথ গেমসে বাকি প্রথম রৌপ্য জেতেন ২০১৪ সালের ২৫শে জুলাই। ডান্ডির ব্যারি বাডন শুটিং সেন্টারে দশ মিটার এয়ার রাইফেল ইভেন্টে উত্তেজনাপূর্ণ এক প্রতিযোগিতায় ইংল্যান্ডের ড্যান রিভার্সকে হারিয়ে দিয়ে রুপা জিতে নেন ১৯৮৯ সালে ১লা আগস্ট জন্ম নেয়া বাকী। পরে ২০১৮ সালে অস্ট্রেলিয়ার গোল্ডকোষ্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে দ্বিতীয় বারের মতো রুপালি পদক গলায় ঝুলানো দেশসেরা এই শুটার এখন টোকিও অলিম্পিকের ১০ মিটার এয়ার রাইফেলেও রেঞ্জে নামার অপেক্ষায়। যদিও টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেননি তিনি। তাই অলিম্পিকে যেতে পারবেন কিনা- তা নিয়ে সংশয়ে ছিলেন দেশসেরা এই শুটার। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) বিশেষ ব্যবস্থায় পাওয়া সুযোগে (ওয়াইল্ড কার্ড) এবারের টোকিও অলিম্পিকেও অংশ নিচ্ছেন বাকি। রিও অলিম্পিকের পর টানা দ্বিতীয়বারের মতো অলিম্পিকে খেলছেন তিনি। ১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিক থেকে শুরু করে ওয়াইল্ড কার্ড নিয়ে প্রতিবারই অলিম্পিক গেমসে অংশ নিয়েছেন বাংলাদেশি শুটাররা। কিন্তু সেই সুযোগ এবার ছিল না। এবার সারা বিশ্ব থেকে বিশেষ সুযোগের মাধ্যমে শুটার বাছাই করেছে আইওসি, এসোসিয়েশন অব ন্যাশনাল অলিম্পিক কমিটিস-(এএনওসি) এবং এসোসিয়েশন অব সামার অলিম্পিক ইন্টারন্যাশনাল ফেডারেশনস-(এএসওআইএফ)-এর সমন্বয়ে গঠিত ট্রাইপারটিট কমিশন। এই কমিশনের মাধ্যমেই ওয়াইল্ড কার্ড পেয়ে এবারের টোকিওতে খেলতে গেছেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status