অনলাইন

দেশে পৌঁছেছে জাপানের দেয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা

অনলাইন ডেস্ক

২৪ জুলাই ২০২১, শনিবার, ৪:০১ অপরাহ্ন

জাপান সরকারের উপহার দেয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা দেশে পৌঁছেছে। আজ শনিবার বিকালে এই টিকা নিয়ে ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

টিকা গ্রহণ করতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম, ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সভাপতি ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জাপান সরকারের উপহার দেয়া এ টিকার মাধ্যমে দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকাদের সংশয় কেটে যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status