বিনোদন

ফকির আলমগীরকে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার

২৪ জুলাই ২০২১, শনিবার, ১২:৩৩ অপরাহ্ন

শেষ শ্রদ্ধা জানাতে আজ বেলা ১২টার সময় গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মরদেহ নেওয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। ফকির আলমগীরকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সেখানে এসেছেন তার স্বজন, সহকর্মী, ভক্তসহ সাধারণ মানুষ। তার ছেলে মাশুক আলমগীর রাজীব জানান, বাবাকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনা হয়েছে। তার আগে বেলা ১১টার দিকে খিলগাঁওয়ের পল্লীমা সংসদে ‘গার্ড অব অনার’ দেয়া হয়। সেখানেই প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় জানাজা হবে খিলগাঁও চৌধুরীপাড়া মাটির জামে মসজিদে। সবশেষ বাদ জোহর তালতলা কবরস্থানে দাফন সম্পন্ন হবে। এর আগে গতকাল রাত ১০টা ৫৬ মিনিটে মারা যান ফকির আলমগীর। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ জুলাই মধ্যরাত থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন ফকির আলমগীর। ১৮ জুলাই চিকিৎসকেরা তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেয়। জানা গেছে, ১৪ জুলাই ফকির আলমগীরের করোনাভাইরাস পজিটিভ ফল আসে। এরপর চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status