বিনোদন
যে কারনে করণ জোহরের ছবির প্রস্তাব ফেরালেন পরমব্রত
বিনোদন ডেস্ক
২০২১-০৭-২৪
বলিউড পরিচালক করণ জোহরের নতুন ছবির প্রস্তাব ফিরিয়ে দিলেন টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। জানিয়ে দিলেন রণবীর সিং, আলিয়া ভাটকে নিয়ে তৈরি হওয়া করণের নতুন ছবি ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ ছবিতে তিনি কাজ করছেন না। কয়েকদিন আগেই খবরে আসে করণ তার নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র জন্য অভিনেতা টোটা রায় চৌধুরীকে সাইন করে ফেলেছেন। টোটাও খবরটি নিশ্চিত করেছেন। তবে ছবি নিয়ে কিছু জানাতে চাননি। তারপরই শোনা যায়, শুধু টোটা নয়, করণ জোহর নাকি পরমব্রত এবং অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যাকেও ছবির প্রস্তাব দিয়েছেন। সেই ছবির প্রস্তাবই ফিরিয়ে দিয়েছেন পরম। পরমব্রত জানিয়েছেন, করণ জোহরের অফারটি পেয়ে সত্যিই খুব ভালো লেগেছিল। তবে যে চরিত্রটা আমাকে অফার করা হয়েছিল, সেটায় আমার বিশেষ কিছু করার নেই। এই মুহূর্তে আমি ক্যারিয়ারের যে পর্যায়ে, সেখানে দাঁড়িয়ে এরকম চরিত্রে অভিনয় করাটা ঠিক মনে হয়নি আমার। তবে ছবির চিত্রনাট্য খুব ভাল। দারুণ সব অভিনেতারা রয়েছেন। দর্শকরা অবশ্যই এই ছবি দেখতে যাবেন।