অনলাইন
‘বাংলাদেশে টিকা রপ্তানির নির্দিষ্ট তারিখ বলা যাচ্ছে না’
আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
২০২১-০৭-২৩
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশে ভ্যাকসিন রপ্তানির নির্দিষ্ট তারিখ বলা যাচ্ছে না। তবে ভারতে ভ্যাকসিন উৎপাদন বেড়েছে। আশা করছি অচিরেই বাংলাদেশের পাওনা অবশিষ্ট টিকা সরবরাহ করা যাবে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় নিজ দেশ থেকে বাংলাদেশে ফেরার পথে আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশনে দুদেশের শূন্য রেখায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিক্রম দোরাইস্বামী বলেন, ভারতে ভ্যাকসিন উৎপাদনের বিষয়টি জানার জন্য আমি দেশে গিয়েছিলাম। ভারতে ভ্যাকসিন উৎপাদন বাড়ছে, এটা একটা ইতিবাচক দিক। তবে কবে নাগাদ বাংলাদেশকে অবশিষ্ট ভ্যাকসিন সরবরাহ করা হবে তার কোন নির্দিষ্ট তারিখ বলতে পারছি না। বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ বন্ধু দেশকে দ্রুত ভ্যাকসিন সরবরাহ করতে আমরা কাজ করছি।
এসময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, এবং আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ আব্দুল হামিদ উপস্থিত ছিলেন। ভারতীয় হাইকমিশনার গত ১৮ই জুলাই সস্ত্রীক দেশে গিয়েছিলেন।
বিক্রম দোরাইস্বামী বলেন, ভারতে ভ্যাকসিন উৎপাদনের বিষয়টি জানার জন্য আমি দেশে গিয়েছিলাম। ভারতে ভ্যাকসিন উৎপাদন বাড়ছে, এটা একটা ইতিবাচক দিক। তবে কবে নাগাদ বাংলাদেশকে অবশিষ্ট ভ্যাকসিন সরবরাহ করা হবে তার কোন নির্দিষ্ট তারিখ বলতে পারছি না। বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ বন্ধু দেশকে দ্রুত ভ্যাকসিন সরবরাহ করতে আমরা কাজ করছি।
এসময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, এবং আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ আব্দুল হামিদ উপস্থিত ছিলেন। ভারতীয় হাইকমিশনার গত ১৮ই জুলাই সস্ত্রীক দেশে গিয়েছিলেন।