অনলাইন

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

২৩ জুলাই ২০২১, শুক্রবার, ২:২০ অপরাহ্ন

মরণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দুইজন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা ও একজন সোনারগাঁওয়ের বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৫ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৬৮ জনের। এতে আক্রান্ত হয়েছে ৯০ জন। এতে জেলায়  আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৭ হাজার ৯০৪ জন।  এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১৪ হাজার ৭৪৪ জন। মোট নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ২৯ হাজার ৬৬০ জনের। শুক্রবার (২৩ জুলাই) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১২৩ জন ও আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৮০ জন, সদরে মারা গেছেন ৪৭ জন ও আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৬৮ জন, বন্দরে মারা গেছেন ১০ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬১০  জন, রূপগঞ্জে মারা গেছেন ১৫ জন ও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯০জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৪৬ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৭৫ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৮১ জন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জে গত বছরের ৮ই মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status