বিশ্বজমিন

তিব্বতে প্রথম সফরে চীনা প্রেসিডেন্ট

মানবজমিন ডেস্ক

২৩ জুলাই ২০২১, শুক্রবার, ১০:২৭ পূর্বাহ্ন

প্রেসিডেন্ট হিসেবে প্রথম তিব্বত সফর করলেন শি জিনপিং। এর মধ্য দিয়ে ওই অঞ্চলের নিয়ন্ত্রণকে নিশ্চিত করলেন চীনের তিনি। তিব্বতে সামরিক স্থাপনা এবং জাতিবিদ্বেষী নীতির কারণে চীনের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা রয়েছে আন্তর্জাতিক দুনিয়ায়। এ খবর দিয়ে অনলাইন টাইমস অব ইন্ডিয়া বলছে, বৃহস্পতিবার আঞ্চলিক রাজধানী লাসা’য় পৌঁছেন তিনি। এ সময় তিনি নাইংছিতে বিরল সফর করেন। এটি হলো তিব্বতে কৌশলগত অবস্থানের একটি শহর, যা ভারতের অরুণাচল প্রদেশের সঙ্গে লাগা। এই সফরে তিনি সিচুয়ান-তিব্বত রেলওয়ের কার্যক্রম পরিদর্শন করেন। রেডিও ফ্রি এশিয়া একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, শি জিনপিং একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে লোকজন তাকে অভিবাদন জানাচ্ছে। একপর্যায়ে তাকে দেখা যায়, খোলা জানালাবিশিষ্ট একটি মিনিবাস থেকে হাত নাড়ছেন। তিব্বত নিয়ে লেখালেখি করেছেন বৃটিশ শিক্ষাবিদ রবার্ট বার্নেট। তিব্বতের জনগণের উদ্দেশে বক্তব্য রাখছেন শি জিনপিংয়ের এমন একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। এতে তাকে বলতে শোনা যায়, সব অঞ্চলের এবং তিব্বতের সব জাতিসত্ত¡ার মানুষকে ভবিষ্যতের সুখী জীবনের দিকে অগ্রসর হতে হবে। এ জন্য আপনাদের যেমন আস্থা আছে, আমারও তেমনি আছে। আপনাদের সবার সুখী ও সুস্থ জীবন কামনা করি।
উল্লেখ্য, এ বছরই তীব্বতের ওপর তাদের সার্বভৌমত্বের ৭০তম বর্ষ উদযাপন করেছে চীন। এই অঞ্চলটির সঙ্গে সীমান্তে চীনের সঙ্গে ভারতের উত্তেজনা বিদ্যমান। কয়েক বছরের মধ্যে গত বছর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে দুই দেশই সীমান্তে তাদের সৈন্য সংখ্যা বৃদ্ধি করে। তিব্বত নীতির কারণে ব্যাপক সমালোচিত চীন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status