খেলা

অস্ট্রেলিয়া ছাড় দেয়নি বলেই খেলতে পারছেন না মুশফিক

স্পোর্টস ডেস্ক

২৩ জুলাই ২০২১, শুক্রবার, ১২:০৯ পূর্বাহ্ন


সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলতে পারবেন না মুশফিকুর রহীম। কোয়ারেন্টিন বাধ্যবাধকতায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ছাড় না দেয়ায় সিরিজে মুশফিককে পাচ্ছে না বাংলাদেশ দল।

এই সিরিজের জন্য সিএর অনেকগুলো শর্তের একটি হচ্ছে, অস্ট্রেলিয়া দল বাংলাদেশে পা রাখার ১০ দিন আগে (সিরিজ শুরু হওয়ার দুই সপ্তাহ আগে) বাংলাদেশ দল, আম্পায়ার-ম্যাচ রেফারিসহ সংশ্লিষ্টদের কোয়ারেন্টিনে থাকতে হবে। জিম্বাবুয়ে সফর থেকে ফিরে বাংলাদেশের ক্রিকেটাররা সরাসরি টিম হোটেলে কোয়ারেন্টিনে ঢুকে যাবেন। কিন্তু পারিবারিক কারণে মুশফিক জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে আসার পর অস্ট্রেলিয়া সিরিজে তার খেলা নিয়ে জটিলতা তৈরি হয়। বিসিবির পক্ষ থেকে সিএ’র সঙ্গে আলোচনা চলছিল, শুধুমাত্র মুশফিকের জন্য কোয়ারেন্টিনে ছাড় দেয়া যায় কিনা। এসব ক্ষেত্রে বরাবরই পেশাদার সিএ সেখানে ছাড় দেয়নি।

মুশফিক নিজে এই সিরিজে খেলতে খুবই আগ্রহী ছিলেন বলে জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। তিনি বলেন, বাস্তবতা মেনে নেয়া ছাড়া উপায় নেই। মুশফিকের বাবা-মা অসুস্থ, ওকে চলে আসতে হয়েছে। এখানে কিছু করার নেই। মুশফিক খেলতে চেয়েছিল। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া ছাড় দেয়নি ওদের শর্তগুলো থেকে। ওরা যেভাবে চেয়েছে, সেসবের বাইরে কিছু করা যাবে না। মুশফিককে না পাওয়া আমাদের জন্য হতাশার। তবে পরিস্থিতিই এরকম হলো, কিছু করার নেই।’

মুশফিক অবশ্য বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদ শুভেচ্ছার পাশাপাশি জানান, তার অসুস্থ বাবা-মার অবস্থা এখন উন্নতির দিকে। তবে সিরিজটি খেলতে হলে তাকে কোয়ারেন্টিনে ঢুকতে হতো দিন দুয়েক আগেই, যেটা সম্ভব হয়নি।

অস্ট্রেলিয়ার কঠিন শর্তের কারণেই জিম্বাবুয়ে সফরের পূর্ব ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াডের সঙ্গে বাড়তি রেখে দেয়া হয়েছে মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন ও রুবেল হোসেনকে।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া দল। ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা অস্ট্রেলিয়া দল চার্টার্ড ফ্লাইটে আসবে ঢাকায়। মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামী ৩রা আগস্ট।

সিরিজের ম্যাচ অফিসিয়ালরা এর মধ্যেই টিম হোটেলে কোয়ারেন্টিনে ঢুকে গেছেন। সিএ’র চাওয়া ছিল, দুই দল ও সিরিজ সংশ্লিষ্টরা যে হোটেলে থাকবে, সেই হোটেলে অন্য কেউ আর থাকতে পারবে না। এই জায়গায় অবশ্য শেষ পর্যন্ত সামান্য ছাড় তারা দিয়েছে বলে জানালেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, টিম হোটেলে যারা পার্মামেন্ট গেস্ট, মূলত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত আছেন, তারা হোটেলে থাকতে পারবেন। তবে তাদেরকে অন্য ব্লকে রাখা হয়েছে। তাদের যে হোটেলকর্মীরা সেবা দেবেন, তারাও ওই ব্লকেই থাকবেন। এছাড়া বাইরের আর কোনো গেস্ট হোটেলে থাকবেন না। রেস্টুরেন্ট এবং অন্য সবও বন্ধ থাকবে বাইরের গেস্টদের জন্য।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status