বিশ্বজমিন

পর্নো ব্যবসায় ধনী হয়েছেন শিল্পা শেঠির স্বামী রাজ!

মানবজমিন ডেস্ক

২২ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ৭:৩৪ অপরাহ্ন

কাঁপছে বলিউড। কাঁপছেন অনেক নামী-দামী তারকা। রাজ কুন্দ্রাকাণ্ডে তটস্থ অনেকে। তদন্তে কখন কার নাম বেরিয়ে আসে- সে ভয়ে অনেক তারকা। পর্নো কানেকশনে রাজ কুন্দ্রা পরিণত হয়েছেন সংবাদ শিরোনাম। তাকে কেন্দ্র করে ইথারে ভাসছে নানা কথা। এর কারণ, সম্ভবত তিনি হার্টথ্রব নায়িকা শিল্পা শেঠীর স্বামী বলে। এমনিতেই তিনি কোটি রুপির ব্যবসা করেন, তার ওপর কোটি কোটি ভক্তের চোখের সামনে থেকে লুফে নিয়েছেন শিল্পাকে। এ জন্য তার ওপর কোটি কোটি চোখের ক্যামেরার ফোকাস। তিনি দামী তারকাদের পর্নো ছবিতে বাধ্য করেছেন বলে কয়েকদিন ধরেই খবর। এর মধ্যে আছেন পুনম পান্ডে, শার্লিন চোপড়া। পুনম পান্ডে অবশ্য মুখ খুলেছেন। তিনি বলেছেন, তাকে ব্লাকমেইল করেছেন রাজ। বলাবলি হচ্ছে, রাজ কুন্দ্রা হয়তো পর্নো ব্যবসা করেই কোটিপটি বনে গিয়েছেন। ভারতীয় মিডিয়া আরো এক তথ্য দিয়েছে। তাতে বলা হয়েছে, রাজ কুন্দ্রার পিতা ছিলেন বাসের কনডাক্টর। এমনই এক পরিবারে দারিদ্র্যে কেটেছে রাজ কুন্দ্রার শৈশব। প্রশ্ন তোলা হয়েছে, তাহলে তিনি কিভাবে এত ধনী হলেন? পর্নো ব্যবসা করেই কি তিনি এত টাকার মালিক? পুলিশি তদন্ত থেকে এসব তথ্য পাওয়া যাচ্ছে বলে খবর দিয়েছে ভারতের মিডিয়া। আনন্দবাজার পত্রিকা লিখেছে- অতীতের এক সাক্ষাৎকারে অতীতের দারিদ্র্যের সেই গল্পই বলেছিলেন রাজ। যা আবার ফিরে এসেছে নেটমাধ্যমে। শিল্পা শেঠির স্বামী জানিয়েছিলেন, লন্ডনে তার বাবা বাসের কনডাক্টর হিসেবে কাজ করতেন। তার মা কাজ করতেন একটি ফ্যাক্টরিতে। দু’জনের উপার্জনে কষ্টে সংসার চলত তাদের। রাজ বলেছিলেন, ১৮ বছর বয়সে কলেজ ছাড়ার পর আমি নিজেকে তৈরি করেছি। এখন আমি বেপরোয়াভাবে খরচ করি। সে বিষয়ে শিল্পা কিছু বললে, আমি ওকে বলি আমার উপার্জন করা টাকা খরচ করতে আমার কোনও অসুবিধা নেই। তিনি আরও বলেন, আমি দারিদ্রকে এত বেশি ঘৃণা করেছি যে আমি বড়লোক হতে চেয়েছি। আমি আমার জীবনে বদল এনেছি। রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর অতীতে তার সাক্ষাৎকার, টুইট নতুন করে ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে। দু’দিন আগেই একটি টুইট নিয়ে কাটাছেঁড়া করেছিলেন নেট ব্যবহারকারীরা। সেখানে ‘পর্নো বনাম যৌনপেশা’ নিয়ে নিজের বক্তব্য রেখেছিলেন রাজ। এ ছাড়াও কপিল শর্মার সঙ্গে তার একটি পুরনো সাক্ষাৎকারও ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে। সেখানে রাজের বিলাসবহুল জীবনযাত্রা এবং আয় নিয়ে প্রশ্ন করেছিলেন কৌতুকাভিনেতা কপিল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status