কলকাতা কথকতা
কলকাতা কথকতা
পেগাসাস ফেরোসাস, বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (অডিও)
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
২০২১-০৭-২২
বুধবার শহীদ দিবসের পর বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, পেগাসাস আসলে ফেরোসাস। আগে ভাবতাম হোয়াটস্অ্যাপ নিরাপদ। এখন মোদিবাবুরা তাতে পেগাসাস ঢুকিয়ে কেলেঙ্কারি করছেন। মানুষের ব্যক্তিগত বলে আর কিছু থাকছে না। এদিন পেগাসাস ইস্যুকে কেন্দ্র করে সংসদের উভয়কক্ষ উত্তাল হয়। বারবার মূলতবি হয় লোকসভা ও রাজ্যসভা।
(বিস্তারিত শুনুন অডিওতে)
(বিস্তারিত শুনুন অডিওতে)