অনলাইন

সর্বোচ্চ শনাক্তের হার ৩২.১৯

করোনায় আরও ১৮৭ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার

২২ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ৫:১৪ অপরাহ্ন

দেশে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হারের রেকর্ড সৃষ্টি হয়েছে।গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩২ দশমিক ১৯ শতাংশ। এর আগে এই হার ৩১ দশমিক ৯১ শতাংশ ছিল গত বছরের ৩রা আগস্ট।
দেশে একদিনে করোনায় আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছ। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৬৮৫জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬৯৭ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১১ লাখ ৪০হাজার ২০০ জন। গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫৬৬ জন এবং এখন পর্যন্ত ৯ লাখ ৬৯ হাজার ৬১০ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ৬৩৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮৯৯টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ৪৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৭৩ লাখ ৭৬হাজার ৩৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩২ দশমিক ১৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক শূন্য ৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৪ শতাংশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status