অনলাইন

সিলেটে করোনা শনাক্তের হার কমছে

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২২ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ৩:৪১ অপরাহ্ন

সিলেটে করোনা শনাক্তের হার আগের চেয়ে কমেছে। লকডাউনের কারনে উর্ধ্বগতি কিছুটা নিয়ন্ত্রনে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। গত ১লা জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত সিলেটে করোনা শনাক্তের হার ৪০ থেকে ৫০ শতাংশের মধ্যে উঠা-নামা করে। এরপর ধীরে ধীরে কমতে শুরু করেছে। বৃহস্পতিবার সিলেট বিভাগে করোনা শনাক্তের হার ২৫ দশমিক ৪৪ শতাংশ। তবে- সিলেট জেলায় সংক্রমনের হার ছিলো বেশি। কাল থেকে শুরু হওয়া লকডাউন কার্যকর হলে সিলেটের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে চলে আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

স্বাস্থ্য বিভাগ সিলেটের পরিচালক ডা. হিমাংশু লাল রায়ের মতে- লকডাউন কার্যকর হলে সিলেটের করোনা সংক্রমনের হার আর না-ও বাড়তে পারে। সেক্ষেত্রে স্বাস্থ্য বিধি মেনে চলার বিকল্প নেই। সবাইকে মাস্ক পরিধান করার আহবান জানান তিনি।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা গেছে- বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৮৮ জনের করোনার নমুনা পরীক্ষায় ১৭৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৪৪ শতাংশ। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ১২৩ জন ও হবিগঞ্জে ৫২ জন আছেন।
সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪০৯। এর মধ্যে ২৮৫ জনই চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৪ জন, হবিগঞ্জে ৪১ জন ও মৌলভীবাজারে ২৯ জন। এদিকে- বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৫৯৮ জনে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status