বিনোদন
নিজ হাতে কোরবানির মাংস বিতরণ করলেন পরীমণি
স্টাফ রিপোর্টার
২০২১-০৭-২১
চলচ্চিত্রাঙ্গনের অসহায় শিল্পীদের জন্য ছয়টি গরু কোরবানি করেছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি। আজ বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের পাশে শাহ পানিপন্থি মাজারে সেই কোরবানি মাংস নিজ হতে বিতরণ করেছেন তিনি। এ সময় পরীমণি বলেন, সহকর্মীদের জন্য কোরবানি দেওয়ার রীতি আমি আজীবন চালিয়ে যেতে চাই। যতদিন সামর্থ্য থাকবে, ততদিন এফডিসির সহকর্মীদের জন্য আমি কোরবানি দেবো। আমার সামর্থ্য থাকতে ঈদের দিনে পরিবারের কেউ না খেয়ে থাকতে পারে না। সবাই আমার জন্য দোয়া করবেন যেনো সবসময় এভাবে আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে পারি। প্রসঙ্গত, এবার এফডিসিতে পশু কোরবানি নিষিদ্ধ হওয়ায় এফডিসির বাইরে কোরবানি দিয়েছেন পরীমণি। এফডিসিতে প্রথমবার একটি গরু কোরবানি দিলেও পরের বছর দুইটি এবং তার পরের বছর তিনটি গরু কোরবানি দেন পরীমণি। গেলো বছর এফডিসিতে ৫টি গরু কোরবানি দিয়েছেন এ নায়িকা। আর এবার দিলেন ছয়টি গরু।