কলকাতা কথকতা
কলকাতা কথকতা
মমতার ভাষণে ভাইরাস, বিজেপির বিরুদ্ধে ফ্রন্ট গড়ার আহ্বান, দেশ বিপন্ন বললেন তৃণমূল নেত্রী (অডিও)
বিশেষ সংবাদদাতা
২০২১-০৭-২১
তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ মঞ্চ থেকে অবিজেপি দলগুলোর একটি ফ্রন্ট গঠনের আহ্বান জানালেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বিজেপিকে করোনা ভাইরাস-এর থেকেও ভয়ঙ্কর আখ্যা দিয়ে তিনি বলেন, আবার খেলা হবে। এদিন মমতার এই ভাষণ দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, অসম, ত্রিপুরা, মনিপুরে সাম্প্রচারিত হয়। দিল্লির কনস্টিটিউশনাল ক্লাবে উপস্থিত ছিলেন শারদ পাওয়ার, দিগ্বিজয় সিং, পি চিদাম্বরম, জয়া বচ্চন সহ একাধিক আঞ্চলিক নেতা। এদিনের বৈঠকে সাপ্তাহিক থেকে দৈনিক হওয়া দলের মুখপাত্র জাগো বাংলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মমতা বন্দোপাধ্যায়।
(বিস্তারিত শুনুন অডিওতে)