খেলা

সিরিজসেরা পুরস্কার সাকিবের

স্পোর্টস রিপোর্টার

২০ জুলাই ২০২১, মঙ্গলবার, ৯:৫৯ অপরাহ্ন




জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন সাকিব আল হাসান। সিরিজে বল হাতে সর্বাধিক ৮ উইকেট শিকার তার। আর ব্যাট হাতে সাকিবের সংগ্রহ সিরিজের তৃতীয় সর্বাধিক ১৪৫ রান।

১২ বছর পর বিদেশের মাটিতে ওয়ানডে ক্রিকেটে কোনো দলকে হোয়াইটওয়াশের কৃতিত্ব দেখালো বাংলাদেশ। মঙ্গলবার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারায় টাইগাররা। জিম্বাবুয়েকে ৩-০তে হারিয়ে আইসিসি বিশ্বকাপ সুপার লীগে অংশ সিরিজের পূর্ণ ৩০ পয়েন্ট অর্জন করলো বাংলাদেশ।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে হেরে আগে ব্যাটিং শেষে বাংলাদেশকে ২৯৯ রানের টার্গেট দেয় স্বাগতিকরা। জবাবে অধিনায়ক তামিম ইকবালের দারুণ শতকে ২ ওভার বাকি রেখেই দাপুটে জয় পায় বাংলাদেশ। ৯৭ বলে ১১২ রানের ইনিংস খেলেন ওপেনার তামিম ইকবাল। অপর ওপেনার লিটন দাস ৩২, সাকিব আল হাসান ৩০, মোহাম্মদ মিঠুন ৩০, আফিফ হোসেন করেন ২৪ রান। প্রথমবার দলে সুযোগ পেয়ে ৩৯ বলে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন নুরুল হাসান সোহান। ম্যাচসেরার পুরস্কার পান তামিম।

এর আগে ইনিংসের ৩ বল বাকি রেখে ২৯৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। তিনটি করে উইকেট নেন পেসার মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফুদ্দিন। অফস্পিনার মাহমুদুল্লাহ রিয়াদ নেন দুই উইকেট। আর একটি করে উইকেট পান বাঁহাকি স্পিনার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ।

বিদেশের মাটিতে ওয়ানডে ক্রিকেটে সর্বশেষ ২০০৯ সালে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সেবার ওয়েস্ট ইন্ডিজ সফরে এমন কৃতিত্ব দেখায় টাইগাররা।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয়ে বল হাতে পাঁচ উইকেটের কৃতিত্ব দেখান সাকিব। লিটন কুমার দাস হাঁকান সেঞ্চুরি। সিরিজে দ্বিতীয় সর্বাধিক ১৫৫ রান সংগ্রহ লিটনের। সিরিজের তিন ম্যাচে জিম্বাবুয়ের রেজিস চাকাভার সংগ্রহ ১৬৪ রান। দ্বিতীয় ওয়ানডেতে হার না মানা ৯৬ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন সাকিব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status