অনলাইন

শনাক্তের হার ২৯.৩১

করোনায় আরও ২০০ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার

২০ জুলাই ২০২১, মঙ্গলবার, ৫:০০ অপরাহ্ন

দেশে একদিনে করোনায় আরও ২০০  জনের মৃত্যু হয়েছে। এ  পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৩২৫জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৭৯ জন।  সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১১ লাখ ২৮ হাজার  ৮৮৯জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯দশমিক ৩১শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৯৯৭ জন এবং এখন পর্যন্ত  ৯ লাখ ৫১ হাজার ৩৪০জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ৬৩৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায়  ৪০ হাজার ৯৮২টি নমুনা সংগ্রহ এবং ৩৯হাজার ৫১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৭৩ লাখ ৩৯ হাজার ৯০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক৩১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ২৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬২ শতাংশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status