বিনোদন

ঈদুল আযহার ৩ নাটকে শ্রাবণ্য

স্টাফ রিপোর্টার

২০ জুলাই ২০২১, মঙ্গলবার, ৩:২৭ অপরাহ্ন

মূলত উপস্থাপনা দিয়েই সবার মন জয় করেছেন শ্রাবণ্য তৌহিদা। পেশায় চিকিৎসক হলেও টেলিভিশনের পর্দায় তার রয়েছে সরব  উপস্থিতি। সদা হাস্যোজ্বল শ্রাবণ্য উপস্থাপনার পাশাপাশি মডেল ও অভিনেত্রী হিসেবেও কাজ করছেন। উপস্থাপনায় নিয়মিত ব্যস্ত থাকলেও মাঝেমধ্যে তাকে দেখা যায় অভিনয়েও। বিশেষ করে বিভিন্ন উৎসব গুলোতে নাটকে দেখা যায় তাকে। সেই ধারাবাহিকতায় এই ঈদেও তাকে দেখা যাবে তিন তিনটি নাটকে। নাটকগুলো হলো- ইমদাদুল হক মিলনের গল্প ও নূর আনোয়ার হোসেনের পরিচালনায় ‘বিয়ের কয়েকদিন আগে’।  ঈদের দ্বিতীয় দিন বিটিভিতে প্রচার হবে নাটকটি। এতে তিনি জুটিবেঁধে কাজ করেছেন জনপ্রিয় অভিনেতা সজলের সঙ্গে। রাইসুল তমালের ‘ভাঙনের পর’ নাটকে শ্রাবণ্যকে দেখা যাবে ইরফান সাজ্জাদের বিপরীতে। ঈদের পঞ্চম দিন রাত ১১টা ২০ মিনিটে গাজী টিভিতে প্রচার হবে এটি। অন্যদিকে মাহমুদ দিদারের ‘প্রিয় ডাকবাক্স’ নাটকে খায়রুল বাসারের সঙ্গে দেখা যাবে তাকে। ঈদের সপ্তম দিন রাত ১১টা ২০ মিনিটে গাজী টিভিতে প্রচার হবে নাটকটি। এরমধ্যে ‘ভাঙনের পর’ ও 'প্রিয় ডাকবাক্স' নাটক দুটির গল্প-চিত্রনাট্য লিখেছেন ও প্রযোজনা করেছেন রুদ্র হক। ঈদের কাজ প্রসঙ্গে শ্রাবণ্য তৌহিদা বলেন, উপস্থাপনাই আমার সব থেকে প্রিয়।  মানুষের অনেক ভালোবাসা পেয়েছি এখানে কাজ করে৷ পাশাপাশি গল্প, চরিত্রসহ সব পছন্দ হলেই কেবল বিশেষ দিবসে অভিনয় করি। আমার ভক্তরাও চান যেন আমি অভিনয় করি। এবার ৩টি নাটক প্রচার হবে ঈদে। নাটকগুলোর গল্প বেশ আলাদা। আশা করছি সবার ভালো লাগবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status