খেলা

দলকে প্রথম উইকেট এনে দিলেন সাকিব

স্পোর্টস রিপোর্টার

২০ জুলাই ২০২১, মঙ্গলবার, ২:৩৮ অপরাহ্ন

হারারেতে টসে হেরে আগে ব্যাটিংয়ে গিয়ে শুরুতে স্বচ্ছন্দই দেখাচ্ছিল স্বাগতিকদের। ওপেনিংয়ে ৮ ওভারে ৩৬ রানের জুটি গড়েন টাডিওনাশে মারুমানি ও জেসি চাকাভা। নবম ওভারে অধিনায়ক তামিম ইকবাল বল তুলে দেন সাকিব আল হাসানের হাতে। আর নিজের প্রথম ওভারেই দলকে ব্রেক থ্রু এনে দেন সাকিব। মারুমানিকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন এ বাঁহাতি স্পিনার। জিম্বাবুয়ে সফরে ব্যাট-বলে দারুণ সময় কাটাচ্ছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশর জয়ে বল হাতে ৫ উইকেট নেন সাকিব। দ্বিতীয় ওয়ানডেতে খেলেন ম্যাচজয়ী হার না মানা ৯৬ রানের ইনিংস।

ইনজুরি কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। একাদশে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানও। একাদশ থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ ও বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

মঙ্গলবার হারারেতে টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। ২-০তে এগিয়ে ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের সুযোগ। বিদেশের মাটিতে বাংলাদেশ দল ওয়ানডেতে প্রতিপক্ষকে সর্বশেষ হোয়াইটওয়াশ করেছিল এক যুগ আগে। ২০০৯ এ ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্যারিবীয়দের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status