অনলাইন
ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গসহ ২১ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
২০২১-০৭-২০
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে একদিনে ৭ জন করোনা পজেটিভসহ সর্বোচ্চ ২১ জন রোগী মারা গেছেন। করোনায় মারা যাওয়াদের মধ্যে ময়মনসিংহের ৩ জন, নেত্রকোনার ২ হন, টাঙ্গাইল ও জামালপুরের ১ জন করে রোগী রয়েছেন।
এছাড়া করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহের ৮ জন, টাঙ্গাইলের ২ জন, জামালপুর-গাজীপুর-শেরপুর ও নেত্রকোনার ১ জন করে রোগী মারা গেছেন। ২১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক মহিউদ্দিন খান মুন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৩৯২ জন এবং আইসিইউতে ২১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৪৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এছাড়া করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহের ৮ জন, টাঙ্গাইলের ২ জন, জামালপুর-গাজীপুর-শেরপুর ও নেত্রকোনার ১ জন করে রোগী মারা গেছেন। ২১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক মহিউদ্দিন খান মুন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৩৯২ জন এবং আইসিইউতে ২১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৪৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।