অনলাইন

আগামী মাসের শেষ নাগাদ আসবে আরও ১ কোটি ২৯ লাখ ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার

২০ জুলাই ২০২১, মঙ্গলবার, ৯:৫৪ পূর্বাহ্ন

আগামী মাসের শেষ নাগাদ দেশে আরও ১ কোটি ২৯ লাখ করোনাভাইরাসের টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

সোমবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ৩০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন গ্রহণের পর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। কোভ্যাক্সের আওতায় মডার্নার ৩০ লাখ ডোজ করোনার টিকা সোমবার রাত ৯টায় ঢাকায় এসে পোঁছায়। বিমানবন্দরে ঢাকায় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত জোঅ্যান ওয়াগনার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে উপহারের ওই টিকা তুলে দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী মাসের শেষ নাগাদ প্রায় ১ কোটি ২৯ লাখ টিকা টিকা আসবে, এর মধ্যে ২৯ লাখ অ্যাস্ট্রাজেনেকা, ৪০ লাখ সিনোফার্ম ও ৬০ লাখ জনসন এন্ড জনসন এর ভ্যাকসিন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status