বাংলারজমিন

র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় শ্যামনগরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

২০ জুলাই ২০২১, মঙ্গলবার, ৯:১৬ অপরাহ্ন

 সাতক্ষীরার শ্যামনগরে র‌্যাব সদস্যদের ওপর মাদক চোরাচালানিদের হামলার ঘটনায় শ্যামনগর থানায় ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের নামে মামলা হয়েছে। এ অভিযোগে উপজেলার রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুনকে গ্রেপ্তার করে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে খুলনা র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের উপ-পরিদর্শক এলাহী মিয়া বাদী হয়ে গত রোববার শ্যামনগর থানায় মামলা দায়ের করেন। র‌্যাব সদস্যদের উপর চোরাচালানিদের হামলা মামলায় গাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে উপজেলা চেয়ারম্যান মামা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ আল মামুনসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, গত ১৬ই জুলাই রাত পৌনে ১০টার দিকে বাদী এলাহী মিয়াসহ র‌্যাব সদস্যরা রমজাননগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাস্তার মোড়ে মাদক কেনাবেচা হচ্ছে মর্মে গোপন খবরের ভিত্তিতে রাত ১০টায় ঘটনাস্থলে যান। এ সময় র‌্যাব এর উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। কিছুক্ষণ অপেক্ষা করার পর র‌্যাব সদস্যরা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হওয়ার পরপরই আসামিরা র‌্যাব সদস্য ও তাদের সোর্সদের মোটরসাইকেলের গতিরোধ করে চাবি কেড়ে নেয়। র‌্যাব পরিচয় জানতে পেরে আসামি ইউপি চেয়ারম্যান শেখ আল মামুনের নেতৃত্বে আসামিরা র‌্যাব সদস্যকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে ও ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় র‌্যাব সদস্যদের কাছে থাকা নগদ টাকা ও কয়েকটি মোবাইল সেট কেড়ে নেয়া হয়। ভাঙচুর করা হয় তাদের ব্যবহৃত দু’টি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার। হামলায় র‌্যাব সদস্যদের ৬ লাখ টাকা ক্ষতি হয় বলে উল্লেখ করা হয়েছে। আহত র‌্যাব সদস্যদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুনকে আটক করা হয়।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় র‌্যাব এর উপ-পরিদর্শক এলাহী মিয়া বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০/৪০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুনকে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status