বাংলারজমিন

রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বর্ণালংকার চুরি

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

২০ জুলাই ২০২১, মঙ্গলবার, ৯:১৫ অপরাহ্ন

 নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন নিতে এসে স্বর্ণালংকার খুইয়েছেন এক নারী। সংঘবদ্ধ চোরচক্র সে নারীর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার কাঞ্চন পৌরসভার রানীপুরা এলাকার আব্দুর রশিদের স্ত্রী জয়নব বেগম (৬৫) সোমবার সকালে করোনার ভ্যাকসিন নেয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। ভ্যাকসিন নেয়ার জন্য লাইনে দাঁড়ানোর পর হঠাৎ তার গলায় টান লাগে। এ সময় তিনি গলায় হাত দিয়ে দেখেন তার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইনটি নেই। তিনি চিৎকার শুরু করলে হাসপাতালে কর্তব্যরত লোকজন ছুটে আসেন। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে পুলিশ ৪ নারীকে আটক করেছে। স্থানীয়রা জানান, কিছুদিন পর পরই এ হাসপাতালে চুরির ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষকে জানানোর পরও তারা কোনো পদক্ষেপ নেয়নি। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর জাহান আরা খাতুন বলেন, একটি সংঘবদ্ধ চোরের দল হাসপাতালে রোগী সেজে প্রবেশ করে এসব ঘটনা ঘটনাচ্ছে। হাসপাতালে সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্ত করার চেষ্টা চলছে। এ ছাড়া এর আগে চুরির ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছিল। আজকে আমরা পুলিশের সহায়তায় সেই নারীসহ ৪ জনকে আটক করে পুলিশের কাছে আবারও সোপর্দ করেছি। আশাকরি চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার হবে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, চুরির ঘটনায় পুলিশ ৪ নারীকে আটক করেছে। চুরি হওয়া চেইনটি উদ্ধারের চেষ্টা চলছে।
 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status