বাংলারজমিন

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ফাউন্ডেশন ওয়ার্ল্ড ওয়াইড-এর ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

২০ জুলাই ২০২১, মঙ্গলবার, ৯:০২ অপরাহ্ন

 করোনাভাইরাসের কারণে সংকট ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় পরিবারবর্গের সহযোগিতার লক্ষ্যে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ড ওয়াইড-এর উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা প্রাঙ্গণে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ড ওয়াইড-এর সভাপতি সৈয়দ নওশের আলী খোকন এর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শেখ বোরহান উদ্দিন রহ. ইসলামী সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান। অনুষ্ঠানের শুরুতেই যুক্তরাজ্য থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ড ওয়াইড-এর প্রতিষ্ঠাতা প্রজেক্ট চেয়ারম্যান কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক ডা. সাদিক আহমেদ, মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুন, খালেদ চৌধুরী ও সিরাজুল ইসলাম সিরাজ। উপস্থিত ছিলেন একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর, ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ চৌধুরী সুমন, ট্রেজারার মোহাম্মদ ফয়ছল মনসুর, সাংগঠনিক সম্পাদক লিপন মিয়া, মোহাম্মদ সোহানুর রহমান সোহান, সিরাজুল হাসান ও একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারি সেলিম রেজা তরফদার প্রমুখ। মৌলভীবাজার ও রাজনগর দুটি ক্যাম্পের মাধ্যমে চার শত পরিবারের মাঝে ৫ লাখ টাকার সম-পরিমাণের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে একজন অন্ধ রোগীর চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা প্রদান হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status