খেলা

যে রেকর্ডে সাকিব ছাড়িয়েছেন সবাইকে

স্পোর্টস রিপোর্টার

২০ জুলাই ২০২১, মঙ্গলবার, ৮:৫৪ অপরাহ্ন

একমাত্র ক্রিকেটার হিসেবে অনন্য এক মাইলফলক ছুঁয়েছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১২ হাজার রানের পাশাপাশি ৫০০ উইকেটের ডাবল স্পর্শ করেছেন দেশসেরা এই ক্রিকেটার। অবশ্য ৫০০ উইকেটের মাইলফলক তিনি আগেই ছুঁয়েছিলেন। বাকি ছিল কেবল ১২ হাজার রান ছোঁয়া। অবশেষে গত রোববার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচজয়ী ৯৬ রানের ইনিংস খেলার পথেই এই কীর্তিটি গড়েন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
বল হাতে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়ে মাশরাফি বিন মর্তুজাকে ছাড়িয়েছেন সাকিব।  ওয়ানডেতে এখন তার উইকেট সংখ্যা ২৭০। যা বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ। বাংলাদেশের হয়ে এ সংস্করণে মাশরাফির উইকেট ২৬৯টি। ইনিংসের সংখ্যার বিচারেও মাশরাফিকে পেছনে ফেলেছেন এই অলরাউন্ডার। ২১৩ ম্যাচে ২১০তম ইনিংসে এ মাইলফলক হলো সাকিবের। মাশরাফি এখন পর্যন্ত ২১৮ ম্যাচে সমানসংখ্যক ইনিংসেই বোলিং করেছেন।  রোববার স্পর্শ করেন নতুন এই মাইলফলক। সিরিজের দ্বিতীয় ম্যাচে বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও দায়িত্বশীল এক ইনিংস খেলেছেন। সেঞ্চুরি না পেলেও এই ইনিংস খেলার পথে আরেকটি রেকর্ড গড়েন তিনি। তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান পূরণ করেছেন। তাতে বিশ্বের দ্রুততম অলরাউন্ডার হিসেবে ১২ হাজার রান ও ৫০০ উইকেটের মালিকও হয়েছেন সাকিব।
সাকিব এই মাইলফলক স্পর্শ করেছেন ৩৪৮তম আন্তর্জাতিক ম্যাচে। তিন ফরম্যাটে তার বর্তমান রান ১২ হাজার ৭০। ব্যাটিং গড় ৩৫.৬০। নামের পাশে আছে ৮৩টি হাফসেঞ্চুরি ও ১৪টি সেঞ্চুরি। টেস্ট, ওয়ানডে ও টি- টোয়েন্টিতে রান যথাক্রমে ৩ হাজার ৯৩৩, ৬ হাজার ৫৭০ ও ১ হাজার ৫৬৭। সাকিবের আগে আর একজন অলরাউন্ডার এই মাইলফলকে পৌঁছাতে পেরেছিলেন। ক্রিকেট ইতিহাসের প্রথম অলরাউন্ডার হিসেবে এই মাইলফলক গড়েন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জ্যাক ক্যালিস। তবে ম্যাচ খেলার দিক থেকে ক্যালিসের চেয়ে সাকিবই দ্রুততম। ৪২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে এই মাইলফলকে পৌঁছেছিলেন প্রোটিয়া অলরাউন্ডার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status