অনলাইন

খুলেছে আয়রন লেডি অফ প্যারিস, প্রথম দিনেই বিয়ের প্রস্তাব!

নিজস্ব সংবাদদাতা

১৯ জুলাই ২০২১, সোমবার, ৩:২৭ অপরাহ্ন

করোনার কারণে বিশ্বজুড়ে বন্ধ ছিল ভ্রমণের নানা স্থান। রেকর্ড দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল বিশ্বের অন্যতম দর্শনীয় স্থান প্যারিসের আইফেল টাওয়ার-ও। অবশেষে খুলেছে 'আয়রন লেডি অফ প্যারিস' খ্যাত আইফেল টাওয়ার।

প্রায় আট মাস পর, অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার পর্যটকদের জন্য খোলা হয়েছে আইফেল টাওয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আইফেল টাওয়ার আর কখনো এতদিন ধরে বন্ধ ছিল না। প্যারিসের মেয়র আইফেল টাওয়ার পুনরায় খোলাকে স্বাগত জানিয়েছেন। আনন্দে মেতে উঠেছেন পর্যটকরাও।

রয়টার্স জানিয়েছে- করোনা যেহেতু পুরোপুরি যায়নি তাই আইফেল টাওয়ার পরিদর্শনে জারি করা হয়েছে বেশকিছু বিধিনিষেধঃ

-১১ বছরের ওপরে সকলের মাস্ক পরা বাধ্যতামূলক।

- এক একটি লিফটে আগের তুলনায় অর্ধেক মানুষ উঠবেন।

-আগামী ২১ জুলাই থেকে প্রত্যেক দর্শনার্থীকে ফরাসি সরকারের হেলথ পাস দেখানো আবশ্যক।

-ভ্যাকসিন সার্টিফিকেট বা কোভিড নেগেটিভ রিপোর্ট দেখানো বাধ্যতামূলক।

এদিকে, খোলার প্রথম দিনেই এক মজার কাণ্ড ঘটিয়েছেন জার্মানির ২৯ বছর বয়সী যুবক এরিক গোপেল। হাঁটু গেড়ে বসে তার প্রেমিকা কতজা পানকের উদ্দেশ্যে বিয়ের প্রস্তাব দিয়েছেন। কতজার আঙুলে এনগেজমেন্ট রিং পরিয়ে দেন। গোপেল এবং কতজা সর্বপ্রথম প্রেমিক যুগল, যারা আইফেল টওয়ার খোলার পর সেখানে যান। গোপেল জানিয়েছেন, তার প্রেমিকার ভীষণ ইচ্ছে ছিল, আইফেল টাওয়ার ভ্রমণের! এখন এই জায়গা একটি বিশেষ স্থান হয়ে গেলো তাদের জন্য। দর্শণার্থীদেরও মন কেড়েছে এই ঘটনা।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status