দেশ বিদেশ

দক্ষ জনশক্তি নিতে কুয়েতকে অনুরোধ

কূটনৈতিক রিপোর্টার

১৯ জুলাই ২০২১, সোমবার, ৯:২৭ অপরাহ্ন

বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি গ্রহণে কুয়েতের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। উজবেকিস্তান সফররত কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আহমেদ নাসের আল-মোহাম্মেদ আল-সাবাহ’র সঙ্গে তাসখন্দে এক বৈঠকে মন্ত্রী এ অনুরোধ জানান। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়Ñ তাসখন্দে অনুষ্ঠিত ‘সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া: রিজিওনাল কানেক্টিভিটি, চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটি’ বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সের সাইডলাইনে ওই বৈঠক হয়েছে। বিজ্ঞপ্তি মতে, কুয়েতে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরির ওপর জোর দিয়েছেন আব্দুল মোমেন। এ ছাড়া শান্তিরক্ষা বাহিনী ও সাউথ-সাউথ অর্থায়ন উন্নয়ন ফোরাম গঠনের বিষয়ে কথা বলেন বাংলাদেশের মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নিয়মিত আলোচনায় একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব করেন কুয়েতের মন্ত্রী। এ ছাড়া কুয়েতের স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করার জন্য বাংলাদেশের সহায়তাও চেয়েছেন সাবাহ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status