শেষের পাতা

সিলেটে উন্নয়ন রোডম্যাপ তুলে ধরলেন হাবিব

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৯ জুলাই ২০২১, সোমবার, ৯:২১ অপরাহ্ন

সিলেট-৩ আসনে যোগাযোগ উন্নয়নের স্বপ্ন বুনছেন হাবিবুর রহমান হাবিব। তুলে ধরেছেন রোডম্যাপও। এখনো যোগাযোগ বঞ্চিত এলাকা। সিলেট থেকে দক্ষিণ সুরমা হয়ে বালাগঞ্জের যোগাযোগ স্বাভাবিক হয়নি। সংযোগ সড়কগুলোরও বেহাল দশা। বড়ভাগ নদীতেও হয়নি সেতু। এসবই করতে চান তিনি। সিলেটের দক্ষিণ সুরমার বাসিয়া নদীতেও দুটি ব্রিজ করতে চান তিনি। এর বাইরে বালাগঞ্জ ও রাজনগরের বুক চিরে প্রবাহিত হওয়ায় কুশিয়ারা নদীতে করতে চান ব্রিজ। পাশাপাশি শিল্পে উন্নত একটি নান্দনিক এলাকাও উপহার দিতে চান। এসব উন্নয়ন ফিরিস্তি তুলে ধরে গতকাল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিব। বলেছেন- আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ডকে মাথায় রেখে তিনি এমপি নির্বাচিত হলে এসব উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করবেন। গতকাল সিলেটের একটি হোটেলে সংবাদ সম্মেলনে হাবিব ওই ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে তিনি তার নির্বাচনী আসনের তিনটি উপজেলা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের জন্য আলাদা আলাদা ভাবে উন্নয়ন ঘটাবেন বলে উল্লেখ করেন। দক্ষিণ সুরমার প্রসঙ্গ তুলে হাবিব জানান, উপজেলার উন্নয়ন কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে সুরমা নদীর উপর পৃথক স্থানে দুটি ব্রিজ নির্মাণ, লালাবাজারের ব্রিজ ও মসজিদ, কামালবাজার বাসিয়া নদীর উপর সেতু নির্মাণ, মোগলাবাজার ইউপির খালোমুখ বাজারে সেতু, দক্ষিণ সুরমার অংশে সুরমা নদীর তীরে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে ও দক্ষিণ সুরমার আবদুস সামাদ আজাদ চত্বর (চণ্ডিপুল) হইতে রেল গেইট পর্যন্ত (আমার নির্বাচনী এলাকার আওতাধীন) রাস্তার দু’পাশে বক্স ড্রেন ও পথচারী চলাচলের জন্য ফুটপাথ নির্মাণ করা হবে। কর্মপরিকল্পনায় ফেঞ্চুগঞ্জ উপজেলার উন্নয়ন কার্যক্রমের মধ্যে রয়েছে ফেঞ্চুগঞ্জে জুড়ি নদীর উপর ব্রিজ নির্মাণ ও কুশিয়ারা নদীর তীরে (ফেঞ্চুগঞ্জ অংশে) দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ, কটালপুর ব্রিজ (আমিরগঞ্জ হইতে উত্তরপাড়া) নির্মাণ, ফেঞ্চুগঞ্জকে পৌরসভায় উন্নীতকরণ, মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। বালাগঞ্জ উপজেলায় উন্নয়ন কার্যক্রমের মধ্যে রয়েছে- বালাগঞ্জে একটি কৃষি শিল্প ও বালাগঞ্জে একটি কৃষি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা, বালাগঞ্জে বড়ভাগা নদীর উপর ব্রিজ নির্মাণ,  দেওয়ানবাজার-সুলতানপুর-খন্দকারবাজার রাস্তায় উজান বড়ভাঙ্গা সেতু নির্মাণ করার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আরও সহজতরকরণ, কুশিয়ারা নদীর উপর দৃষ্টিনন্দন ব্রিজ নির্মাণ করে  মৌলভীবাজার ও রাজনগরের সঙ্গে যোগাযোগ স্থাপন, বালাগঞ্জ বাজার সংস্কার করে ড্রেনেজ ব্যবস্থা, পূর্ব- পৈলনপুর ইউনিয়নের সঙ্গে বালাগঞ্জ উপজেলা সদরে যোগাযোগ নিশ্চিতকরণে কুশিয়ারা ডাইকের বন্ধ হওয়া কাজ চালু করা ও বালাগঞ্জ সরকারি কলেজে অনার্স কোর্স চালু করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। এ ছাড়া তিন উপজেলায় কয়েকটি সম্মিলিত উন্নয়ন কর্মকাণ্ডের কথা জানিয়ে হাবিব বলেন- ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি ইপিজেড প্রতিষ্ঠা, ক্রীড়ামুখী এবং ভালো মানের খেলোয়াড় তৈরির লক্ষ্যে তিন উপজেলায় স্টেডিয়াম নির্মাণ, শিশুদের বিনোদন ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি বয়স্কদের জন্য পার্ক স্থাপন, তিনটি উপজেলায় সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা, প্রতি ইউনিয়নে সম্ভব না হলেও উপজেলায় একটি করে পাবলিক লাইব্রেরি, প্রতি উপজেলায় একটি করে কেন্দ্রীয় ঈদগাহ, তিন উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, সিলেট-৩ আসনের আওতাধীন বিভিন্ন খাল ও নদী খনন করে সেচ প্রকল্প, কুশিয়ারা ও সুরমা নদীর ভাঙন রোধে বিশেষ করে বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ও পশ্চিম গৌরীপুর বালাগঞ্জ সদর, দক্ষিণ সুরমার কুচাই ও  মোল্লারগাঁও ইউনিয়ন, উত্তর ফেঞ্চুগঞ্জ, মাইজগাঁও, উত্তর কুশিয়ারা ইউনিয়নের নদীর তীর সুরক্ষাকল্পে দ্রুত কার্যকর পদক্ষেপ, তিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে মসজিদ ও মাদ্রাসাগুলোর উন্নয়ন কার্যক্রম, মন্দির নির্মাণ ও সংস্কার কার্যক্রমসহ হিন্দু সমপ্রদায়ের জন্য সার্বজনীন শ্মশান নির্মাণ, উপজেলার প্রয়োজনীয় স্কুল-কলেজগুলোতে একাডেমিক ভবন ও সীমানা প্রাচীর নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হবে। ইশতেহার ঘোষণার আগে পরিচিতি পর্ব পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর আওয়ামী লীগের  সহ-সভাপতি আসাদ উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, বিধান কুমার সাহা, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এড. ছালেহ আহমদ হীরা, উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন, উপ-প্রচার  সম্পাদক মতিউর রহমান মতি, জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম জাহাঙ্গীর, এ আর সেলিম, মহানগর আওয়ামী লীগের সদস্য তাহমিন আহমদ, রাহাত তরফদার, জুমাদিন আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা তাঁতীলীগের সভাপতি আলমগীর হোসেন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের  সভাপতি মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক আনহার মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এড. শামীম আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত টুটুল, তিন উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status