ভারত

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের নাগরিক? বিজেপির জবাব, সব হিন্দুই ভারতীয়

নিজস্ব সংবাদদাতা

১৮ জুলাই ২০২১, রবিবার, ১১:৫৮ পূর্বাহ্ন

সম্প্রতি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে রদবদল এনেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছেন বিজেপি এমপি নিশীথ প্রামাণিক। তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু, শপথ গ্রহণের পরপরই তাকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

দেশের নবনিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের নাগরিক এমনই গুরুতর অভিযোগ করেছে বিরোধী শিবির। শুধু মৌখিক অভিযোগেই থেমে নেই। এমন অভিযোগ তুলে শুক্রবার মোদিকে চিঠি লিখেছেন প্রধান বিরোধী দিল কংগ্রেসের সাংসদ রিপুন বোরা। সেই চিঠি সংযুক্ত করে আবার টুইট করেছেন পশ্চিমবঙ্গের দুই মন্ত্রী
এবং তৃণমূল কংগ্রেস নেতা ইন্দ্রনীল সেন, ব্রাত্য বসু। তাদের মন্তব্য, কোনও বিদেশি নাগরিক দেশের মন্ত্রী হলে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

বিজেপিও থেমে নেই। পাল্টা জবাব দিয়েছে  দলটি। তাদের বক্তব্য, কুৎসা না রটিয়ে প্রমাণ দিক তৃণমূল। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে- পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু এ বিষয়ে বলেছেন, “তর্কের খাতিরে মেনে নিলেও এটা তো সত্যি যে নিশীথ একজন হিন্দু। আর বিজেপির কাছে সব হিন্দুই ভারতীয়।”
এমন অভিযোগের ভিত্তি নেই বলে বিজেপির কটাক্ষ, তৃণমূল আদালতে যাক এ বিষয়ে।

কি ছিল সেই চিঠিতে?
রিপুন বোরা মোদীকে পাঠানো চিঠিটি টুইট করেছেন। সেখানে তিনি দাবি করেছেন, নিশীথ বাংলাদেশের পলাশবাড়ির হরিনাথপুরের বাসিন্দা। ভারতে কম্পিউটার নিয়ে পড়াশোনা করার নামে এসে কোচবিহারে থেকে যান। যে নথি নিশীথ দেখিয়ে নিজেকে কোচবিহারের বাসিন্দা বলে দাবি করেন সেটাও ভুয়া।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status