প্রথম পাতা

টিকা নিয়ে দুশ্চিন্তা কাটছে

কূটনৈতিক রিপোর্টার

১৮ জুলাই ২০২১, রবিবার, ৯:১৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র, চীন, জাপানসহ বন্ধু রাষ্ট্রগুলো পাশে দাঁড়ানোর কারণে টিকা নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা কাটতে শুরু করেছে। চীনের সিনোফার্ম থেকে কেনা আরও ২০ লাখ ডোজ টিকা আজ ভোরের আলো ফোটার আগেই ঢাকা পৌঁছাচ্ছে। এদিকে বাংলাদেশের এই দুর্দিনে উপহার হিসেবে আরও ৩০ লাখ ডোজ টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন জনগণের তরফে ওই উপহার সোমবারের মধ্যে পৌঁছে দেয়া হবে। মডার্নার তৈরি ওই টিকা বাংলাদেশে পৌঁছাবে বিশ্বব্যাপী টিকার সুষম বণ্টনে কাজ করা জোট কোভ্যাক্সের মাধ্যমে। ওদিকে আসন্ন ঈদুল আজহার আগেই উপহার হিসেবে বাংলাদেশকে দেয়া বন্ধু রাষ্ট্র জাপানের ২৯ লাখ টিকাও ঢাকা পৌঁছাচ্ছে বলে জানিয়েছে সেগুনবাগিচা। গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন মধ্যরাতে দেয়া এক ফেসবুক বার্তায় জানান, কিছু দিনের মধ্যেই টিকার বড় চালান ঢাকায় পৌঁছাচ্ছে। কোনো দেশ বা সংস্থা থেকে কবে কীভাবে টিকাগুলো আসছে তার বিস্তারিত তুলে ধরেন ‘সুখবর’ শিরোনামে সেদিন মন্ত্রী তার ফেসবুকের টাইমলাইনে লিখেন- আমাদের জেনেভা মিশন জানিয়েছে যে, কোভ্যাক্সের মাধ্যমে আমরা আরও তিন মিলিয়ন (ইতিমধ্যে ২.৫ মিলিয়ন পেয়েছি) মডার্নার ভ্যাকসিন পাচ্ছি। শিপমেন্ট রেডি আছে। দুই. জাপানিজরা পূর্ব ঘোষিত ২.৫ মিলিয়নের পরিবর্তে ২.৯ মিলিয়ন অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভ্যাক্সের মাধ্যমে দিচ্ছে। তিন. চীন সরকার আরও এক মিনিয়ন সিনোফার্ম ভ্যাকসিন উপহার হিসেবে দিবে। চার. ইইউ থেকে দশ লাখ এবং কোভ্যাক্সের অধীনে আরও ৬ লাখ বিশ হাজার টিকা আগস্টে বাংলাদেশে আসবে।

যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে উপহার এই টিকা: এদিকে বাংলাদেশকে আরও ৩০ লাখ ডোজ টিকা উপহার দেয়া সংক্রান্ত টুইট বার্তায় ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার লিখেন- অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমেরিকার জনগণের পক্ষ থেকে বাংলাদেশকে আরও ৩ মিলিয়ন ডোজ মডার্নার টিকা উপহার হিসেবে দেয়া হচ্ছে। বাংলাদেশসহ দুনিয়ার প্রত্যেকটি দেশে টিকা সাপ্লাই বাড়িয়ে করোনাকে পরাজিত করা এবং কোভিডমুক্ত পৃথিবী গড়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ। অন্যদিকে হোয়াইট হাউসের বরাতে শনিবার প্রকাশিত প্রতিবেদনে রয়টার্স জানায়, আগামী সোমবার ওই টিকা বাংলাদেশে পৌঁছাচ্ছে। এর আগে করোনার সংক্রমণ প্রতিরোধে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে প্রদেয় মডার্নার ২৫ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছায়।

চীন থেকে কেনা টিকার দ্বিতীয় চালান: এদিকে শনিবার মধ্যরাতে ঢাকায় আসা ২০ লাখ টিকা হচ্ছে চীনের সিনোফার্ম থেকে কেনা দেড় কোটি ডোজের দ্বিতীয় চালান। ওই চালানটি আসছে দু’টি ভাগে। শনিবার রাত ১১টায় পৌঁছাচ্ছে ১০ লাখ ডোজ আর রাত ৩টা নাগাদ পৌঁছাবে বাকি আরও ১০ লাখ ডোজ টিকা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিমানবন্দরে এই টিকা গ্রহণ করবেন। এর আগে গত ৩রা জুলাই রাতে ও ৪ঠা জুলাই সকালে দুই চালানে সিনোফার্ম থেকে কেনা ২০ লাখ ডোজ ঢাকা পৌঁছায়। উল্লেখ্য, এর আগে দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন উপহার পাঠিয়েছিল চীন সরকার। গত ১৫ই জুলাই উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়েং ই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে টিকা সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তাসখন্দে ‘সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া: রিজিওনাল কানেক্টিভিটি, চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটি’ বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সের সাইড লাইনে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যকার বৈঠকটি হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি মতে, বাংলাদেশের কঠিন মুহূর্তে উপহার এবং বাণিজ্যিকভাবে টিকা পাঠিয়ে ঢাকার পাশে থাকার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী মোমেন। বৈঠকে তিনি টিকার যৌথ উৎপাদনে সহায়তা চাইলে চীনের পররাষ্ট্রমন্ত্রী সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। উল্লেখ্য, তাসখন্দ সম্মেলনে রাশিয়া এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে মন্ত্রী মোমেনের। ওই দু’টি বৈঠকেও টিকা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে সেগুনবাগিচা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status