দেশ বিদেশ

রূপগঞ্জ ট্র্যাজেডি...

মৃত্যুর সঠিক সংখ্যা নিয়ে সন্দেহ নাগরিক তদন্ত কমিটির

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

১৮ জুলাই ২০২১, রবিবার, ৯:১১ অপরাহ্ন

 নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুর সঠিক সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন নাগরিক তদন্ত কমিটির সদস্যরা। গতকাল দুপুরে নাগরিক তদন্ত কমিটির আহ্বায়ক ব্যারিস্টার জৌতির্ময় বড়ুয়ার নেতৃত্বে তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য জানানো হয়। এ সময় নাগরিক তদন্ত কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, আমাদের দেশে অনেক অগ্নিকাণ্ড হয়। তদন্ত কমিটিও হয়। কিন্তু তদন্তের রিপোর্ট আর প্রকাশ করা হয় না। নাগরিকদের দায়িত্বের জায়গা থেকে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। এই কমিটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রকাশ করবে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত যে মৃত্যুর সংখ্যা দেখানো হয়েছে তা নিয়ে আমরা সন্দেহ পোষণ করছি। উপরের চারতলায় এখনো মানুষের হাড় পাওয়া যাচ্ছে। নাগরিক তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। এছাড়াও সদস্য সচিব করা হয়েছে এডভোকেট মাহবুবুর রহমান ইসমাঈলকে। ১৯ সদস্যর এ কমিটিতে রয়েছেন অধ্যাপক আনু মুহাম্মদ, সাংবাদিক সোহরাব হোসেন, ডা. মো. হারুন-রশিদ, স্থপতি মোবাশ্বের হোসেন, প্রকৌশলী মোশারফ হোসেন, শিক্ষাবিদ সিআর আবরার, অধ্যাপক গওহর নঈম ওয়ারা, সাংবাদিক ও গবেষক প্রিসিলা রাজ এবং মাহা মীর্জা, শিল্পী বিথী ঘোষ, সাংবাদিক ফারুক ওয়াসিফ, শ্রম ইউনিয়নের ট্রাস্টি গোলাম মুর্শেদ, গার্মেন্টস শ্রমিক সংহতির তাছলীমা আক্তার লীমা, গার্মেন্টস মুক্তি আন্দোলনের শবনম হাফিজ, গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের শহিদুল ইসলাম সবুজ এবং গবেষক রেজাউল করিম লেলিন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status