দেশ বিদেশ

সিলেট-৩ আসনে প্রচারণায় প্রার্থীরা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৮ জুলাই ২০২১, রবিবার, ৯:০৯ অপরাহ্ন

সিলেটে প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন উপনির্বাচনের প্রার্থীরা। সকাল থেকে মধ্যরাত অবধি তারা ছুটছেন ভোটারের দ্বারে দ্বারে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। গতকাল ফেঞ্চুগঞ্জ এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব। এ সময় তিনি সিলেট-৩ আসনের উপনির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্‌ মুজিবুর রহমান জকন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, আওয়ামী লীগ নেতা এবিএম কিবরিয়া, হাজী এনামুল হক, মাহফুজুর রহমান জাহাঙ্গীর, আশফাকুল ইসলাম সাব্বির, উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, দুলু মিয়া, জামাল উদ্দিন মেম্বার, জয়নাল আহমদ, হেলাল আহমদ মেম্বার, জয়নাল আহমদ, পংকি মিয়া, হাজী মাহতাব উদ্দিন, বদরুল আলম, সাজ্জাদ আহমদ, আতিকুর রহমান মিটু, কুতুবউদ্দিন মেম্বার, শিপন পাল, নান্টু পাল, নাছির উদ্দীন রিজু, আজিম উদ্দিন, শামসুল ইসলাম হেলন, হারুন মিয়া, ফাহিম আহমদ শাহ্‌, রায়হান আহমদ শাহ্‌, রেজন আহমদ শাহ্‌ প্রমুখ। এদিকে দক্ষিণ সুরমায় নিজ নির্বাচনী কার্যালয়ে এক সমাবেশে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, অতীতের মতো জনকল্যাণে আগামী দিনেও আমি আমার নির্বাচনী এলাকার মানুষের পাশে থাকবো। এ সময় কেন্দ্রীয় জাপা সদস্য মুজিবুর রহমান মুজিব, সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব মঈন, সাবেক সাংগঠনিক সম্পাদক বাছির আহমদ, সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন, যুব সংহতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলতাফুর রহমান আলতাফসহ পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে লালাবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিনি গণসংযোগ করেন। ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া ইউনিয়নে দিনভর গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী। এ সময় তিনি বলেন- অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাআল্লাহ বিজয়ী হবো। তিনি তার নির্বাচনী প্রতীক মোটরগাড়ি (কার)র পক্ষে কাজ করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। শফি চৌধুরী সকালে ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়ায় পৌঁছলে ঘিলাছড়াবাসী শতাধিক গাড়িবহর ও মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাসহ তাকে স্বাগত জানান। বিকালে আলহাজ শফি আহমদ চৌধুরী দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও, কামালবাজার এবং লালাবাজার ইউনিয়নেও গণসংযোগ করেন। গণসংযোগকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, যুব সমাজ, ছাত্র সমাজসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status