কলকাতা কথকতা

কলকাতা কথকতা      

তিন বাংলাদেশি তরুণীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার সময় ধৃত ভারতীয় মহিলা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

১৭ জুলাই ২০২১, শনিবার, ৯:৪১ পূর্বাহ্ন

কুনকি হাতি দিয়ে দাঁতাল হাতি ধরার মতোই যেন এই ঘটনা। আন্তর্জাতিক নারী পাচার চক্র ভারতীয় মহিলাকে ব্যবহার করে তিন বাংলাদেশি নারীকে দিল্লি এবং মুম্বই পাচারের চেষ্টা করেছিল। পুলিশের তৎপরতায় তা রোখা সম্ভব হল। পুলিশ গ্রেপ্তার করেছে ওই ভারতীয় নারী ৩৪ বছর বয়সী জারিনা শেখকে। উদ্ধার করা হয়েছে ২১ বছরের বাংলাদেশি তরুণী খাদিজা খাতুন উর্মি, ২৭ বছর বয়স্ক হারজানা বেগম ও ৩০ বছর বয়স্ক রহিমা বেগমকে। তিনজনই বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিল।

উল্লেখযোগ্য, দীর্ঘদিন ধরে এই আন্তর্জাতিক নারী পাচারচক্র সক্রিয় সীমান্ত অঞ্চলে। বাংলাদেশের আড়কাঠিরা তরুণীদের কাজের প্রলোভন দেখিয়ে সীমান্তের এপারে পাঠাতো। ভারতীয় আড়কাঠিরা তাদের নানাভাবে ভুলিয়ে মুম্বই কিংবা দিল্লি পাঠাতো দেহ ব্যবসার কাজে।  আরব শেখদের পছন্দ বাংলাদেশি তরুণী।  এই জারিনা শাহ দীর্ঘদিন এ চক্রের মক্ষিরানী হিসেবে কাজ করছে।  সুন্দরী জারিনা টোপ দিয়ে এই মেয়েদের শিলিগুড়ি নিয়ে আসতো।  তারপর তাদের পাচার করা হত। জারিনাকে গ্রেপ্তার করা হয় শিলিগুড়ির প্রধাননগর থেকে।      

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status