ভারত

কোভিডের ডেল্টা প্লাস ভাইরাস অতটা সংক্রামক নয়, সমীক্ষার তথ্য

বিশেষ সংবাদদাতা, কলকাতা

১৬ জুলাই ২০২১, শুক্রবার, ১০:১৩ পূর্বাহ্ন

যে তৃতীয় তরঙ্গের ভয়ে গোটা বিশ্ব সচকিত, তার যে মূল বাহক সেই ডেল্টা প্লাস ততটা সংক্রামক নয় বলে জানাচ্ছেন ভারতীয় বিজ্ঞানী ও গবেষকরা। অন্তত সার্স কোভিডের  প্রথম ও দ্বিতীয় ঢেউতে ভাইরাসের যে সংক্রমণ ক্ষমতা ছিল, ভাইরাস ডেল্টা প্লাস ততটা সংক্রমণ ছড়াতে পারবে না। তাছাড়া এটি সেইভাবে মারণও হবে না। ভারতের যে সব জায়গায় ডেল্টা প্লাসের উপস্থিতি দেখা গেছে সেই মহারাষ্ট্র, চেন্নাই, ভোপালে গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা দেখেছেন যে, ডেল্টা প্লাস থেকে সংক্রমণ ছড়িয়েছে এক শতাংশর মত। রাশিয়া ও বৃটেনে ডেল্টা প্লাস থেকে সংক্রমণ শূন্য শতাংশ। মহারাষ্ট্রের রত্নগিরি, জলগাঁও, মাধ্যপ্রদেশের ভোপাল ও চেন্নাই শহরে ডেল্টা প্লাস রোগীর সন্ধান মিলেছিল জুন মাসে। একমাস কেটে যাওয়ার পরেও এই সাজোরগুলিতে ডেল্টা প্লাসের সংক্রমণ ছড়ায়নি বলেই জানা গেছে। ৮৮ শতাংশ কোভিড রোগী যারা পজিটিভ হয়েছে পরীক্ষায় তাদের শরীরে ডেল্টা প্লাস এর উপস্থিতি পাওয়া যায় নি। সেই কারণে এবং সারা দেশের পরিসংখ্যান নিয়ে পরীক্ষা করে বিজ্ঞানীরা জানাচ্ছেন, ডেল্টা প্লাস নিয়ে সাবধানতা অবলম্বন করা উচিত, কিন্তু অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন, বিশ্বে তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে। ইন্ডিয়ান মেডিকেল আসোসিয়েশন এর শাখা সংগঠন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ জানিয়েছে যে, আগস্ট এর শেষ সপ্তাহে ভারতে তৃতীয় অভিঘাত আসছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status