এক্সক্লুসিভ

কাভার্ডভ্যানে যুবলীগ নেতার সিএনজি পাম্প

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

১৬ জুলাই ২০২১, শুক্রবার, ৭:৪১ অপরাহ্ন

কুমিল্লার চান্দিনায় কয়েক বছর ধরে অবৈধভাবে চলে আসছে কাভার্ডভ্যানে ভয়ঙ্কর অবৈধ সিএনজি পাম্প। ওই পাম্পের বিরুদ্ধে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পরও দাপটের সঙ্গে ব্যবসা চালিয়ে আসছে গিয়াস উদ্দিন। অবশেষে ওই পাম্পে অভিযান চালিয়ে এক শ্রমিকসহ ১২৯টি সিলিন্ডার ভর্তি কাভার্ডভ্যান আটক করে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) জুয়েল রানা।
জানা গেছে, চান্দিনা উপজেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও প্রাথমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষক গিয়াস উদ্দিন গত ২ বছর ধরে উপজেলার দোল্লাই নবাবপুর বাজারে ভয়ঙ্কর ও ঝুঁকিপূর্ণ ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন গড়ে তোলেন। বিভিন্ন সিএনজি পাম্প থেকে অবৈধভাবে মিটার রিডিং ছাড়াই ওই গ্যাস চুরি করে কাভার্ডভ্যানের ভেতর বিশেষভাবে তৈরি করা গ্যাস সিলিন্ডারে মজুত করা হতো। যেখানে সেখানে মিটার ও রেগুলেটর মেশিন স্থাপন করে ওই সিলিন্ডার ভর্তি কাভার্ডভ্যান নিয়ে অটোরিকশা ও গাড়িতে গ্যাস বিক্রি করা হতো। গত বুধবার ভোরে নিজের গাড়িতে গ্যাস নেয়ার অভিনয় করে ওই পাম্পে যান এসপি জুয়েল। এ সময় হাতেনাতে মীর হোসেন (২৪) নামে এক সরবরাহকারী শ্রমিকসহ ১২৯টি সিলিন্ডার ভর্তি কাভার্ডভ্যান আটক করেন তিনি। এ ঘটনায় ওইদিন বিকালে চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক মীর হোসেন জানান, আমি মাসিক বেতনে কাজ করি। এই পাম্পের মালিক গিয়াস উদ্দিন। এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) জুয়েল রানা জানান, গিয়াস উদ্দিন দীর্ঘদিন ওই অবৈধ ও মারাত্মক ঝুঁকিপূর্ণ গ্যাস পাম্প পরিচালনা করছে। কাভার্ডভ্যানে গ্যাস এনে সরবরাহ করা সম্পূর্ণ অবৈধ ও ঝুঁকিপূর্ণ। এগুলো যেকোনো সময় বিস্ফোরণ ঘটে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। জেলা পুলিশ সুপারের নির্দেশে বুধবার ভোরে ক্রেতা সেজে গ্যাস নিতে গিয়ে সরবরাহকারী একজনকে আটক করা হয়। এ সময় সিলিন্ডার ভর্তি কাভার্ডভ্যান জব্দ করা হয়। এ ঘটনায় জড়িতদের আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status