বিশ্বজমিন

তুরস্ককে কঠিন পরিণতির হুমকি তালেবানের

মানবজমিন ডেস্ক

১৩ জুলাই ২০২১, মঙ্গলবার, ৬:৪১ অপরাহ্ন

আফগানিস্তানে সেনা মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়ে তুরস্ককে হুঁশিয়ারি বার্তা দিয়েছে তালেবান। চুক্তি অনুযায়ী সকল বিদেশি সেনারই আফগানিস্তান ছাড়ার কথা রয়েছে। তবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান জানিয়েছেন, মার্কিনিদের নিরাপত্তা নিশ্চিতে কাবুল বিমানবন্দরকে তালেবানের হাত থেকে সুরক্ষিত রাখবে তুরস্ক। এরমধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা করছেন তিনি। তবে তালেবান বলছে, তুরস্কের এই সিদ্ধান্ত নিন্দনীয় এবং এর জন্য দেশটিকে পরিণতি ভোগ করতে হবে।

তুরস্ক নিজেই কাবুল বিমানবন্দরের নিরাপত্তা দেয়ার বিষয়টি প্রস্তাব দিয়েছিল। গত কয়েক দিন ধরে ওয়াশিংটনের সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক ও আনুসাঙ্গিক সকল সমর্থনের বিষয়ে কথা চলছে আঙ্কারার। তুরস্ক বারবার বলে আসছে, আফগানিস্তানে থাকা কূটনৈতিক মিশনগুলোর জন্য এই বিমানবন্দর চালু থাকা জরুরি। তবে এর জবাবে তালেবান একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, তুরস্কের এই সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছে তালেবান। তুরস্ক যদি তার সিদ্ধান্ত না বদলায় তাহলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে তালেবান। তার পরিণতির দায় তুরস্ককেই বহন করতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status