শেষের পাতা

রূপগঞ্জ ট্র্যাজেডিতে নিখোঁজ যারা-

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

১১ জুলাই ২০২১, রবিবার, ৯:২৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড কারখানার ভেতরে আগুন লাগা ভবনে কাজ করতে গিয়ে এখনো নিখোঁজ রয়েছেন ৫০ জন। তারা হলেন- মহিউদ্দিন, পিতা গোলাম, গ্রাম আসলামপুর থানা চরফ্যাশন, জেলা ভোলা। শামীম, পিতা খাইরুল, সাং চরনৌলা (দক্ষিণ চর আইছা) থানা চরফ্যাশন, জেলা ভোলা। হাফেজা বেগম, পিতা ইসমাইল, সাং চরনৌলা (দক্ষিণ চর আইছা) থানা চরফ্যাশন, জেলা ভোলা। ফিরোজা বেগম, পিতা হাকিম আলী, সাং মর্তুজাবাদ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। নাইম, পিতা তাহের উদ্দিন, সাং-মতরাপাড়া, থানা করিমগঞ্জ, জেলা কিশোরগঞ্জ। কম্পা বর্মন, পিতা পরবা বর্মন, মৌলভীবাজার। খাদিজা বেগম, পিতা কাইয়ুম, সাং-শেওড়া জেলা কিশোরগঞ্জ। শান্তা মনি, পিতা জাকির হোসেন, নেত্রকোনা। উর্মিতা, স্বামী সেলিম, সাং-নবীগঞ্জ, জেলা হবিগঞ্জ । আকিমা বেগম, পিতা, কাইয়ুম, কিশোরগঞ্জ। হিমা, পিতা কবির হোসেন, সাং-নুরালীপুর, থানা খালিয়াজুড়ি, জেলা নেত্রকোনা। স্বপন, পিতা মুনসেফ, রংপুর। শাহানা বেগম, স্বামী মাহতাব সাং-জালিয়াপাড়া, কিশোরগঞ্জ। শাহিদা, পিতা স্বপন মিয়া, সাং দোলাপাড়া, কিশোরগঞ্জ। রাকিব-২, পিতা তাইজুদ্দিন, ভোলা। আমেনা, স্বামী রাজিব, গোলাকান্দাইল, রূপগগঞ্জ, নারায়ণগঞ্জ। মিনা খাতুন, পিতা আব্দুর রশিদ, কিশোরগঞ্জ। ফাতেমা আক্তার, পিতা সুজন মিয়া, গ্রাম-মুলাম, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। পারভেজ, পিতা হাসান মিজি, সাং চরকৃষ্ণপুর, মায়েমচর, চাঁদপুর। মাহবুব, পিতা বকুল, তেঁতুলিয়া, বাঘা, রাজশাহী। রিপন মিয়া (ইয়াছিন), পিতা সেলিম মিয়া, গাজীপুর। নোমান মিয়া, পিতা মান্নান মাতবর, চরফ্যাশন, ভোলা। নাজমা বেগম, স্বামী আফজাল, গোলাকান্দাইল, রূপগঞ্জ নারায়ণগঞ্জ। মোহাম্মদ আলী, পিতা শাহাদাৎ খান, সাং-হাটখালী, সুজানগর, পাবনা। হাসনাইন, পিতা ফজলু মিয়া, হাতিয়া, চরফ্যাশন, ভোলা। জিহাদ রানা, পিতা শওকত, ঘোড়ারকান্দা, জামালপুর। সেলিনা বেগম, পিতা সেলিম, সাং মিঠাইবন, কিশোরগঞ্জ। ফিরোজা বেগম, মেয়ে সুমাইয়া, রূপগঞ্জ। রিমা আক্তার, স্বামী জসিম, রূপগঞ্জ। মো. রাকিব, পিতা কবির, আমেনাবাগ, আবদুল্লাহপুর, চরফ্যাশন, ভোলা।  ফারজানা আক্তার, পিতা সুরুজ আলী, চাতল, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। নাজমুল, পিতা চান মিয়া, কালিয়াকান্দা, কিশোরগঞ্জ। আকলিমা বেগম, পিতা বাচ্চু মিয়া, কিশোরগঞ্জ। রাকিব, এসপুর, চরফ্যাশন, ভোলা। আকাশ, পিতা বাহার, জাহাজমারা, হাতিয়া, নোয়াখালী। বাদশা, পিতা এনায়েত, ফরিদপুর, হাতিয়া, নোয়াখালী। ইউছুফ, এসপুর, চরফ্যাশন, ভোলা। রাশেদ পিতা আবুল কাসেম, ফরিদপুর, হাতিয়া, নোয়াখালী। জিহাদ, পিতা আবুল বাশারম, জাহাজমারা, হাতিয়া, নোয়াখালী। জাহানারা বেগম, স্বামী খোকন, মতুরাপাড়া, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। তাসলিমা আক্তার, পিতা বাচ্চু মিয়া, গৌড়িপুর, কটিয়াদি, কিশোরগঞ্জ। রাহিমা আক্তার, পিতা আজিজুল হক, বর খালের পাড়, কিশোরগঞ্জ। নুসরাত জাহান টুকটুকি, পিতা হাসানুজ্জামান সরকার, সাং প্রফেসর কলোনি, গাইবান্ধা। রাবেয়া বেগম, পিতা চান্দু মিয়া, গৌড়িপুর, কটিয়াদী .কিশোরগঞ্জ।মাহমুদা বেগম, পিতা মালেক, রঘুনন্দপুর, কিশোরগঞ্জ। তাকিয়া আক্তার, পিতা আজমত আলী, সাং-নুরালীপুর, খালিয়াজুড়ি, নেত্রকোনা। ইসরাত জাহান তুলি, পিতা মান্নান, সাং বাদিকারা, লাখাই, হবিগঞ্জ। শাহানা বেগম, পিতা নিজাম উদ্দিন, ব্রাহ্মণকান্দি, কিশোরগঞ্জ। সাজ্জাদ হোসেন সজিব, পিতা ফয়জুল ইসলাম, উত্তর রসুলপুর, পার্বতীপুর, দিনাজপুর ও লাবনী আক্তার, পিতা লালসু মিয়া, দক্ষিণ শ্রীপুর, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status