শেষের পাতা

১৬ মাসে ৮২৮৩ স্বাস্থ্যকর্মী আক্রান্ত

স্টাফ রিপোর্টার

৯ জুলাই ২০২১, শুক্রবার, ৯:৪৩ অপরাহ্ন

দেশে দুই হাজার ৯৫৪ জন চিকিৎসক, দুই হাজার ২৩ জন নার্সসহ ৮ হাজার ২৮৩ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনার শুরু থেকে চলতি বছরের ৬ই জুলাই পর্যন্ত আক্রান্ত হয়ে এবং লক্ষণ-উপসর্গ নিয়ে মোট ১৬২ জন চিকিৎসক মারা গেছেন। গতকাল চিকিৎসকদের জাতীয় সংগঠন-বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এ তথ্য জানিয়েছে।
বিএমএ’র তথ্য মতে, ৮ হাজার ২৮৩ জনের মধ্যে চিকিৎসক রয়েছেন দুই হাজার ৯৫৪ জন, নার্স দুই হাজার ২৩ জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন তিন হাজার ৩০৬ জন।
গত বছরের ১৫ই এপ্রিল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমেদ করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তিনি ছিলেন করোনায় প্রথম মৃত্যুবরণকারী চিকিৎসক।


.
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status