কলকাতা কথকতা
কলকাতা কথকতা
মোদির মন্ত্রিসভা থেকে বাদ বাবুল সুপ্রিয়, বাংলা থেকে নতুন মন্ত্রী হলেন শান্তনু-নিশীথ-জন বার্লা-সুভাষ (অডিও)
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
২০২১-০৭-০৭
নরেন্দ্র মোদির সম্প্রসারিত মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন বাবুল সুপ্রিয়। অন্য কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীও বাদ পড়েছেন।
বুধবার দুপুরে এদের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে বলা হয়। বাংলা থেকে চারজন নতুন মন্ত্রী হয়েছেন। এরা হলেন- নিশীথ প্রামানিক, শান্তনু ঠাকুর, জন বার্লা এবং সুভাষ সরকার।
এদিন দুই পূর্ণমন্ত্রী শিক্ষায় রমেশ পখরিয়াল এবং স্বাস্থ্যে হর্ষ বর্ধনকে ইস্তফা দিতে হয়। নতুন মন্ত্রী হয়েছেন আসামের পূর্বতন মুখ্যমন্ত্রী সর্বানন্দ শোনোয়াল, মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী নারায়ণ রানে ও কংগ্রেস থেকে আসা নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
এদিন ৪৩ নতুন মন্ত্রীর অন্তর্ভুক্তি ঘটে। (বিস্তারিত শুনুন অডিওতে)
বুধবার দুপুরে এদের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে বলা হয়। বাংলা থেকে চারজন নতুন মন্ত্রী হয়েছেন। এরা হলেন- নিশীথ প্রামানিক, শান্তনু ঠাকুর, জন বার্লা এবং সুভাষ সরকার।
এদিন দুই পূর্ণমন্ত্রী শিক্ষায় রমেশ পখরিয়াল এবং স্বাস্থ্যে হর্ষ বর্ধনকে ইস্তফা দিতে হয়। নতুন মন্ত্রী হয়েছেন আসামের পূর্বতন মুখ্যমন্ত্রী সর্বানন্দ শোনোয়াল, মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী নারায়ণ রানে ও কংগ্রেস থেকে আসা নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
এদিন ৪৩ নতুন মন্ত্রীর অন্তর্ভুক্তি ঘটে। (বিস্তারিত শুনুন অডিওতে)