খেলা

আবারও বসুন্ধরার এএফসি কাপ নিয়ে শঙ্কা

স্পোর্টস রিপোর্টার

৬ জুলাই ২০২১, মঙ্গলবার, ২:১৫ অপরাহ্ন

এএফসি কাপ বসুন্ধরা কিংসের কাছে এক আক্ষেপের নাম। করোনা মহামারির কারণে গত বছর  বাতিল হওয়া এএফসি কাপে বসুন্ধরা খেলেছিল মাত্র এক ম্যাচ। অথচ এশিয়ান ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা এই আসরকে ঘিরে বাংলাদেশ চ্যাম্পিয়নদের বিনিয়োগ ছিল কয়েক কোটি টাকা। আগের বছরের হতাশা ভুলে কিংসরা আবারও এএফসি কাপের জন্য নিজেদের প্রস্তুত করে মাঠে নামার অপেক্ষায় ছিল। গত মে মাসে মালদ্বীপে হওয়ার কথা ছিল ‘ডি’ গ্রুপে বসুন্ধরার ম্যাচগুলো। কিন্তু বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগমুহূর্তে স্থগিত হয় ‘ডি’ গ্রুপের খেলা। আগস্টে নতুন সময়সূচি নির্ধারণ করেছে এএফসি। তবে নতুন সূচিতেও কিংসের এএফসি কাপ খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এমনকি বাতিলও হয়ে যেতে পারে ‘ডি’ গ্রুপের ম্যাচগুলো। এমনটাই জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

১৮ থেকে ২৪শে আগস্ট হওয়ার কথা এএফসি কাপের দক্ষিণ এশিয়া অঞ্চলের ম্যাচগুলো। আয়োজক হওয়ার জন্য আবেদনও করেছে বসুন্ধরা। ভারত আয়োজক হওয়ার আবেদন না করলেও মালদ্বীপ আগ্রহ দেখিয়েছে। মালদ্বীপে গিয়ে কোয়রেন্টিন নীতিমালা ভঙ্গ করেছিল ভারতীয় ক্লাব বেঙ্গালুরু এফসির কয়েকজন ফুটবলার। এরপরই এএফসি কাপ ম্যাচ আয়োজনে বেঁকে বসে মালদ্বীপ সরকার। আয়োজক হিসেবে মালদ্বীপ তাই পিছিয়ে পড়েছে। এএফসিকে ভাবাচ্ছে বাংলাদেশের করোনা পরিস্থিতি। নাম প্রকাশে অনিচ্ছুক এএফসির একজন কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘টুর্নামেন্ট (এএফসি কাপ) অবশ্যই এগিয়ে চলবে। কিন্তু আয়োজক (এএফসি) যদি উপযুক্ত ভেন্যু খুঁজে না পায় সেক্ষেত্রে বাতিল হয়ে যাবে সেই গ্রুপের খেলা। বাংলাদেশ অবশ্য আগ্রহ দেখিয়েছে। তারা সিলেটে ম্যাচ আয়োজন করতে চায়। দেখা যাক এএফসি বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে কি সিদ্ধান্ত নেয়। মালদ্বীপও আগ্রহ দেখিয়েছে। গত মে’র ঘটনার জন্য তাদের আয়োজক হওয়া কঠিন।’

‘ডি’ গ্রুপে বসুন্ধরা কিংসের সঙ্গে রয়েছে ভারতের এটিকে মোহনবাগান ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস। তাদের সঙ্গে যোগ দেবে প্লে-অফ থেকে আসা একটি দল। প্লে-অফে মালদ্বীপের ক্লাব ঈগলের মুখোমুখি হবে ভারতের বেঙ্গালুরু এফসি। ১৮ই আগস্ট নিজেদের প্রথম ম্যাচে বসুন্ধরার প্রতিপক্ষ মালদ্বীপের মাজিয়া। ২১শে আগস্ট কিংস মাঠে নামবে প্লে-অফ থেকে আসা দলের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এটিকে মোহনবাগানের বিপক্ষে বসুন্ধরা মাঠে নামবে ২৪শে আগস্ট।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status