বিনোদন
‘এখানে কেউ থাকে না’ আজ থেকে
স্টাফ রিপোর্টার
২০২১-০৭-০৪
বাংলাদেশ টেলিভিশনে আজ থেকে প্রচার শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘এখানে কেউ থাকে না’। প্রতি রবি ও সোমবার রাত ৯টা ৫ মিনিটে এটি প্রচার হবে। নাটকটি রচনা ও পরিচলনা করছেন অনিমেষ আইচ। নির্মাতা জানান, অতি লৌকিক গল্পের নাটক এটি। এক কথায় বিশ্বাস-অবিশ্বাসের গল্প। বিটিভি’র দর্শকরা এর মধ্যদিয়ে নতুন কিছু পাবে। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, অরুণা বিশ্বাস, ইন্তেখাব দিনার ও ভাবনাসহ অনেকে।