কলকাতা কথকতা
কলকাতা কথকতা
বিধানসভায় প্রবল বিশৃঙ্খলা, ওয়েলে নেমে বিজেপির বিক্ষোভ, ৪ মিনিটে ভাষণ শেষ রাজ্যপালের (অডিও)
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
২০২১-০৭-০২
পশ্চিমবঙ্গ বিধানসভায় শুক্রবার রাজ্যপাল জগদীপ ধনখড় তার নির্ধারিত ভাষণ শুরু করেও শেষ করতে পারলেন না। বিজেপি বিধায়কদের তুমুল বিক্ষোভে রাজ্যপাল তার ভাষণ অসম্পূর্ণ রেখেই ফিরে যেতে বাধ্য হন। রাজ্যপাল তার ভাষণ শুরু করা মাত্র বিজেপির বিধায়করা ওয়েলে নেমে তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করেন। ‘ভারত মাতা কি জয়’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বিধানসভা। বিজেপি বিধায়করা জানান, রাজ্যপালকে দিয়ে মিথ্যা বক্তব্য বলিয়ে নেয়ার চেষ্টা হয়েছিল। তারা তার প্রতিবাদ জানিয়েছেন। ১৪ পাতার বক্তব্যের মাত্র দুটি পাতা পড়তে পেরেছিলেন রাজ্যপাল।